টিম ইন্ডিয়ার সুপারস্টার ক্রিকেটার বিরাট কোহলি আপতত মুম্বই ছেড়ে লন্ডন নিবাসী! এমনও কানাঘুষো শোনা যাচ্ছে, সন্তানদের নিয়ে নাকি রানির দেশেই পাকাপাকিভাবে বসবাস শুরু করবেন বিরুষ্কা। আকাইয়ের জন্মের পর সেভাবে ভারতে দেখা মেলেনি অনুষ্কার। আজকাল লন্ডনেই বিরাট-অনুষ্কা ঠাঁই নিয়েছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরাটের একটি ভিডিয়ো। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করছেন কোহলি। কোহলি বরাবরই গোপনীয়তা পছন্দ করেন,পরিবারের সাথে ভারতের বাইরে অনেক বেশি স্বচ্ছন্দ্যবোধ করেন বিরাট। কারণ সেখানে খুব কম লোকই তাকে চিনতে পারে। কোহলির কথা যে মিথ্যা নয়, তার প্রমাণ ফের মিলল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছেন বিরাট। একটি গ্রুপ পিকচারের জন্য রাজি হন তিনি। এরপর তাঁকে ব্যাগ কাঁধে লন্ডনের স্টেশনে ধৈর্য্য ধরে ট্রেনের অপেক্ষা করতে দেখা গেল।
ভারতে বিরাটের পক্ষে ট্রেনে ভ্রমণ করা অকল্পনীয়! কিন্তু লন্ডনে আম আদমির জীবন কাটাতে পারছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ০-২ ব্যবধানে সিরিজের পরে, কোহলি লন্ডনে চলে গিয়েছিলেন, কারণ স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই সন্তান ইতিমধ্যে সেখানেই রয়েছেন।
দলীপ ট্রফির দলে নেই বিরাট
বিসিসিআই ঘোষিত দলীপ ট্রফি দলে নেওয়া হয়নি তারকা ব্যাটসম্যানকে। ব্যতিক্রম ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে, বিসিসিআই সচিব জয় শাহ রোহিত এবং কোহলিকে না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন। ভারতীয় দলের জন্য দীর্ঘ মরসুমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তিনি বলেন, ‘বিরাট ও রোহিতকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলার কোনও মানে হয় না। তারা আহত হওয়ার ঝুঁকি চালে আসে’।
ব্যক্তিগত কারণে ইংল্যান্ড টেস্ট মিস করায় জানুয়ারির পর থেকে লাল বলের ক্রিকেটে খেলেননি কোহলি, অন্যদিকে রোহিতকে শেষবার টেস্ট ম্যাচে দেখা গিয়েছিল মার্চে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তাঁদের দেখা যাবে অ্যাকশনে দেখা যাবে। উদ্বোধনী ম্যাচ শুরু হবে ১৯ সেপ্টেম্বর।