বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat-Anushka: টি-২০ ক্যাপ্টেন্সি ছাড়লেন বিরাট, প্রথম প্রতিক্রিয়া অনুষ্কার

Virat-Anushka: টি-২০ ক্যাপ্টেন্সি ছাড়লেন বিরাট, প্রথম প্রতিক্রিয়া অনুষ্কার

বিরাট-অনুষ্কা 

টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব  থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি, ভালোবাসায় মুড়ে প্রতিক্রিয়া অনুষ্কার। 

সামনেই টি-২০ বিশ্বকাপ, তার আগে বৃহস্পতিবার বোমা ফাটালেন বিরাট কোহলি। ভারতের তিন ফর্ম্যাটের অধিনায়ক বিরাট কোহলি টি-২০ ফর্ম্যাট থেকে ইস্তফা দেওয়ার কথা আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, যদিও আসন্ন বিশ্বকাপে দেশের হয়ে অধিনায়কত্ব করবেন তিনি। বিরাটের এই সিদ্ধান্ত চমকে গিয়েছেন ক্রিকেট বিশ্বের অনেকেই। অন্যদিকে কোহলি ভক্তরা এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা দ্বিধা বিভক্ত। বিরাট কোহলির এই সিদ্ধান্ত নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন অনুষ্কা। 

বিরাট ঘরনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের স্টেটমেন্ট শেয়ার করে নেন। সঙ্গে জুড়ে দেন একটি লাল হৃদয়ের ইমোজি। বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে একটি শব্দও খরচ করেননি তাঁর বেটার হাফ, তবে ইমোজি দিয়েই অনুষ্কা ভালোবাসায় মুড়ে দিলেন স্বামীর সিদ্ধান্তকে। বুঝিয়ে দিলেন এই সিদ্ধান্ত সর্বতোভাবে তিনি বিরাটের পাশে রয়েছেন। 

বর্তমানে বিরাট কোহলির সঙ্গে দুবাইতে রয়েছেন অনুষ্কা শর্মা। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে স্বামীকে কাছছাড়া করেননি অনুষ্কা। ভামিকার জন্মের পর বিরাট যখন আইপিএল খেলতে UAE উড়ে গিয়েছিলেন তখনও সঙ্গে ছিলেন অনুষ্কা-ভামিকা, এরপর সেখান থেকেই ইংল্যান্ডে পৌঁছান তাঁরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনও বিরাটের সঙ্গে ছিল তাঁর পরিবার। রানির দেশেই ভামিকার ৬ মাসের জন্মদিনও পালন করেছিলেন বিরুষ্কা। IPL-এর চলতি এডিশন শেষ করে মরু শহরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত, সেই সময়ও বিরাটের সঙ্গেই থাকবেন অনুষ্কা, তেমনটাই মনে করা হচ্ছে। 

অনুষ্কার প্রতিক্রিয়া 
অনুষ্কার প্রতিক্রিয়া 

কোহলি নিজের বিবৃতিতে জানিয়েছেন, ‘অধিনায়ক হিসেবে সব দিয়েছি দলকে। এবার ব্যাটসম্যান হিসেবে দেওয়ার পালা।’ বিরাট শুধুমাত্র টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার কথাই লিখেছেন খোলা চিঠিতে। ওডিআই এবং টেস্টে দলকে আরও ভালো ভাবে নেতৃত্ব দেওয়ার স্বার্থে এবং ব্যাটিংয়ে মনোনিবেশ করার লক্ষ্যেই টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ছেন বলে জানান কোহলি। 

বন্ধ করুন