অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিকে বহুদিন পর একসঙ্গে পাওয়া গেল মুম্বইয়ের এক ইভেন্টে। এক তো দেশের বাইরেই ছিলেন তাঁরা দীর্ঘদিন। এক অতি পরিচিতর বাড়িতে গিয়েছিলেন তাঁরা। ভাবছেন নিশ্চয়ই এরা কারা? কদিন আগেই এই দম্পতির সঙ্গে সামনে এসেছিলেন বিরাটেক অদেখা মজার একটা ভিডিয়ো। বিরাটকে জন্মদিনে শুভচ্ছা জানাতে তা শেয়ার করে নেওয়া হয়েছিল। এবার সেই বাড়িতেই জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন তিনি।
এরা আর কেউ নন, নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদি। তাঁদের মেয়ে মেহেরের বার্থ ডে পার্টিতেই গিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ভিতরে ঢোকার আগে বন্ধুদের জন্য পোজও দেন তাঁরা।
আরও পড়ুন: ২৭ বছরের ছোট শ্রীময়ীর প্রসব-পরবর্তী যত্নে কাঞ্চন! পিঙ্কি কার জন্য লিখলেন ‘ভালোবাসা চিরন্তন’
জন্মদিনের পার্টিতে একসঙ্গে ছবি তুললেন অনুষ্কা-বিরাট
পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিয়োতে অনুষ্কাকে নীল জিন্সের সঙ্গে ফুল স্লিভস সাদা শার্ট পরে দেখা গিয়েছে। হালকা নীল জিন্স ও লাল টুপির সঙ্গে ক্যাজুয়াল মেরুন রঙের টি-শার্ট বেছে নিয়েছেন বিরাট। পাপারাজ্জিদের জন্য পোজ দেওয়ার পরে, অনুষ্কা এগিয়ে যান এবং তখনই দেখা যায় জন্মদিনের পার্টিতে প্রবেশের আগে বিরাটের কাছে এক মহিলা আসেন ফোটোর আবদার নিয়ে। সেলফি তুলতে রাজিও হয়ে যান তিনি। যা সচরাচর আজকাল দেখাই যায় না।
এই পার্টিতে আরও এসেছিলেন সোহা আলি খান, কুণাল খেমু, নাতাশা স্ট্যানকোভিচদের মতো তারকারা।
আরও পড়ুন: ইসলামের টানে ছাড়েন অভিনয়, এই বলি নায়িকার ২টি সিনেমা বক্স অফিসে ৩০০০ কোটি আয় করে, বলুন তো কে
অনুষ্কা-বিরাটের ব্যক্তিগত জীবন
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিরাটকে বিয়ে করেন অনুষ্কা। ২০২১ সালের ১১ জানুয়ারি এই দম্পতি তাদের বড় মেয়ে ভামিকাকে স্বাগত জানান। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি তারা আবার তাদের ছোট ছেলে আকায়ের বাবা-মা হয়েছেন।
আদিত্য চোপড়ার 'রব নে বানা দি জোড়ি' সিনেমায় শাহরুখ খানের বিপরীতে বলিউডে অভিষেক হয় অনুষ্কা শর্মার। পরে তিনি বদমাশ কোম্পানি, ব্যান্ড বাজা বারাত, লেডিজ ভার্সেস রিকি বহেল, জব তক হ্যায় জান, পিকে, দিল ধড়কনে দো, সুলতান, অ্যায় দিল হ্যায় মুশকিল, সঞ্জু, সুই ধাগা এবং জিরোর মতো জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। আগামীতে তাকে দেখা যাবে স্পোর্টস বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এ।