বর্তমানে অস্ট্রেলিয়ার পার্থে রয়েছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ভক্তদের দ্বারা অনলাইনে শেয়ার করা ছবিগুলিতে, দম্পতিকে পার্থের একটি কফি শপের বাইরে দেখা যায়। দুজনের হাতেই কফির কাপ। ছবির বিশেষ আকর্ষণ ছিল তাদের মেয়ে ভামিকা। অভিনেত্রী নীল ডেনিমের সঙ্গে একটি গোলাপি সোয়েটার পরেছিলেন। অন্য দিকে বিরাটকে কালো কার্গোসের সঙ্গে জলপাই সবুজ সোয়েটশার্ট পরেছিলেন।
গত শনিবার রাতে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিকে তাদের সন্তানদের সঙ্গে মুম্বই ছেড়ে যেতে দেখা যায়। বিমানবন্দরে যাওয়ার সময় বিরাটকে পাপারাজ্জিরা স্পট করেন। তবে প্রাক্তন অধিনায়ক সবাইকে সতর্ক করে দেন যাতে, অনুষ্কা ও তাঁর বাচ্চাদের ক্যামেরাবন্দি না করা হয়। বিরাট স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, ‘ওদিকে ক্যামেরা ঘোরাবে না’। আরেকটি জায়গায় বিরাটকে বলতে শোনা যায়, ‘আমরাও কিন্তু তোমাদের সব কথা শুনি’। আবার আরেকটি ভিডিয়োতে ফ্যানেরা সেলফির আবদার নিয়ে ঘিরে ধরলে বেশ বিরক্তির সুরেই বিরাট বলে উঠেন, ‘পরিবারকে দাঁড় করিয়ে রেখে তোমাদের সঙ্গে সেলফি থোড়াই নেব’।
আরও পড়ুন: উন্মুক্ত বেবিবাম্পে চর্চায় শ্রীময়ী! এদিকে আত্মকেন্দ্রিক ও আত্মানুরাগের পাঠ দিলেন পিঙ্কি
বেশ কিছুদিন মুম্বইতে ছিলেন বিরাট আর অনুষ্কা। সেই সময় তাঁরাকিং কোহলির জন্মদিনও পালন করেন। সেই সময় স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী, যেখানে তাঁকে ছেলে আর মেয়ে দুজনকেই কোলে নিয়ে রাখতে দেখা গিয়েছিল।
গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের জন্ম দেন অনুষ্কা। তারপর থেকে লন্ডনেই বেশিরভাগটা সময় কাটাচ্ছেন দম্পতি। ২০২৪-এর ১৫ ফেব্রুয়ারি লন্ডনে জন্ম হয় বিরাট-অনুষ্কার ছেলের। নাম রাখেন অকায়। অন্যদিকে মেয়ে ভামিকার জন্ম হয়েছিল ২০২১-এর ১১ জানুয়ারি। বর্তমানে ভামিকার বয়স প্রায় চার বছর। ভাই অকায়-এর থেকে ভামিকা তিন বছর ৪ মাসের বড়।
আরও পড়ুন: সৎ বাবার মৃত্যুর পর কাজে ফেরা, মানসিক স্বাস্থ্য নিয়ে কী বার্তা দিলেন মালাইকা?
আপতত শোবিজ দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বিরাট ঘরণী। তাঁর চাকদা এক্সপ্রেস মুক্তির জন্য আটকে। নতুন কোনো প্রোজেক্টে আর হাত দেননি অনুষ্কা। অন্য দিকে, বিরাট অস্ট্রেলিয়া গিয়েছেন বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ খেলতে। যা শুরু হচ্ছে ২২ নভেম্বর থেকে। টেস্ট ক্রিকেটে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে বিরাট। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ৫ টেস্টে একটা মাত্র হাফ সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। এখন দেখায় অস্ট্রেলিয়ায় ঘুরে দাঁড়াতে পারেন নাকি অনুষ্কার বর।