কদিন আগেই পাকাপাকিভাব ইংল্যান্ডে থাকার খবর আসে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির। যা বেশ মনে কষ্ট দেয় এই জুটির অনুরাগীদের। ছেলে অকায়ের জন্মের পর থেকে হাতে গোনা কিছু সময় দেশে কাটিয়েছেন বিরুষ্কা জুটি। আপাতত অস্ট্রেলিয়ায় রয়েছেন তাঁরা। বড়দিনের আগে দুজনকে দেখা গেল মেলবোর্নের রাস্তায়।
ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার শুরু হতে চলা বক্সিং ডে টেস্ট ম্যাচের আগে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মেলবর্নের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে। ফ্যানদের দ্বারা ক্যামেরাবন্দি হন দুজনে। আপন মেজাজেই রাস্তা ধরে হেঁটে চলেছিলেন তাঁরা।
আরও পড়ুন: খুন দিয়ে ওয়েবে পা ‘তুঁতে’ দীপান্বিতা রক্ষিতের, টানটান উত্তেজনা! বিপরীতে কে?
কদিন আগে বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন যে, স্ত্রী ও বলিউড তারকা অনুষ্কা শর্মা এবং তার দুই সন্তানকে নিয়ে লন্ডনে চলে যাচ্ছেন বিরাট। সাম্প্রতিক বছরগুলিতে কোহলিকে বেশ কয়েকবার লন্ডনে দেখা গেছে এবং তার পরিবার ২০২৪ সালের বেশিরভাগ সময় সেই শহরেই রয়েছে।
‘হ্যাঁ, সন্তান ও স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিরাটের। তিনি খুব শীঘ্রই ভারত ছেড়ে চলে যাচ্ছেন এবং শিফট করতে চলেছেন। তবে এই মুহূর্তে ক্রিকেট ছাড়া পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন কোহলি।’, বলেন রাজকুমার শর্মা।
এখানে এই ঘটনা সম্পর্কে কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল:
আরও পড়ুন: সাদা টপ থেকে উঁকি বেবিবাম্প, শ্বশুর-শাশুড়ি নিয়ে বড়দিন পালন, জানেন কি কত বছর বয়সে মা হবেন রূপসা
আরও পড়ুন: বউ হিসেবে একসময় নিজেকে শূন্য দেন! তবে রান্নায় কিন্তু পারদর্শী, দারুণ বানান এই বড়দিন স্পেশাল খাবার
এদিকে বক্সিং ডে টেস্টের আগে মেলবর্নে পৌঁছনোর পর অস্ট্রেলীয় মিডিয়ার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কোহলি। তিনি অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সফরে ভারতীয় দলের অংশ এবং চতুর্থ টেস্টটি মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে।
চ্যানেল সেভেনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্তানদের দিকে তাক করা ভিডিয়ো ক্যামেরা দেখে, অস্ট্রেলিয়ার এক টিভি সাংবাদিকের সঙ্গে কোহলির বাকবিতণ্ডা হয়। চ্যানেল সেভেনের সাংবাদিক থিও ডোরোপুলোস বলেন, ‘অপেক্ষমান ক্যামেরা দেখে কোহলি কিছুটা উত্তপ্ত হয়ে পড়েন, কারণ তিনি ভেবেছিলেন মিডিয়া তার সন্তানদের ভিডিয়ো করছে।’
এরপরই নিজের অবস্থান পরিষ্কার করে দেন কোহলি। তাকে বলতে শোনা যায়, ‘’আমার সন্তানদের সঙ্গে আমার কিছু প্রাইভেসি দরকার, আপনি আমাকে জিজ্ঞাসা না করে ভিডিয়ো করতে পারেন না।