বাংলা নিউজ > বায়োস্কোপ > বৃন্দাবনের আশ্রমে কম্বল বিতরণ করলেন বিরাট-অনুষ্কা, এক ঘণ্টা ধ্যান করেন বলেও খবর!

বৃন্দাবনের আশ্রমে কম্বল বিতরণ করলেন বিরাট-অনুষ্কা, এক ঘণ্টা ধ্যান করেন বলেও খবর!

বৃন্দাবনের আশ্রমে কম্বল বিতরণ করলেন অনুষ্কা-বিরাট। 

বৃন্দাবনের একটি আশ্রম থেকে শেয়ার করা হয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ছবি। সেখানে তাঁরা কম্বল বিতরণ করেন বলে খবর। 

অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি মথুরার বৃন্দাবনের একটি আশ্রম পরিদর্শন করেন। পাপারাৎজিদের ফাঁকি দিয়েই সেখানে পৌঁছন কর্তা-গিন্নি। আশ্রম থেকেই তাদের ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে। তাঁরা বাবা নিম করোলির আশ্রমে গিয়েছিলেন বলেই জানা গিয়েছে।

ভাইরাল হওয়া কিছু ছবিতে অনুষ্কা এবং বিরাটকে আশ্রমে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়। বিরাট একটি কালো টি-শার্ট, টুপি এবং প্যান্টের সঙ্গে একটি জলপাই সবুজ জ্যাকেট পরেছিলেন, অনুষ্কার দেখা মিলল কালো জ্যাকেট এবং সাদা টুপিতে। তাদের দুজনের মুখেই ছিল মাস্ক।

অন্য ছবিতে তাঁদের সেখানকার মানুষদের সঙ্গে ছবির জন্য পোজ দিতে দেখা গিয়েছে। একটা ছবিতে ব্যাটে অটোগ্রাফ দিতেও দেখা গেল বিরাটকে। জানা গিয়েছে, দম্পতি আশ্রমে এক ঘণ্টা সময় কাটান ধ্যানে করে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে দুজনে বৃন্দাবনে পৌঁছন এবং কম্বল বিতরণ করেন।

দেখুন ছবি--

আশ্রমে বিরাট-অনুষ্কা অবশ্য এই প্রথম গেলেন না। গত বছরের নভেম্বরে মেয়ে ভামিকাকে নিয়ে তাঁরা গিয়েছিলেন উত্তরাখণ্ডের আশ্রমে। সংবাদ সংস্থা এএনআই অনুসারে, তাঁরা খুদে ভামিকাকে নিয়ে গিয়েছিলেন বিখ্যাত কাঞ্চি ধামে। মনে করা হয় তাঁরা বাবা নিম করোলির অনুগামী। নতুন বছরের শুরুটা কাটিয়েছেন তাঁরা দুবাইতে ভামিকাকে সঙ্গে নিয়েই।

কাজের সূত্রে, মুক্তির অপেক্ষায় অনুষ্কার চাকদা এক্সপ্রেস। ২০১৮ সালে তাঁকে শেষবার দেখা গিয়েছে জিরো সিনেমায়, শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে। এরপর করোনা, লকডাউন, মা হওয়া সব মিলিয়ে পড়ে একটা ছোট্ট বিরতি। সঙ্গে ভারতীয় ক্রিকেটের মহিলা তারকা ঝুলন গোস্বামীর চরিত্রে নিজেকে খাপ খাওয়ানোও খুব একটা সহজ ছিল না তঁর কাছে। কড়া প্রস্তুতিও নিয়েছিলেন। ডিসেম্বরেই ছবির শ্যুট শেষ হয়েছে। ২০২৩-এ নেটফ্লিক্সে আসবে চাকদা এক্সপ্রেস।

 

বন্ধ করুন