নতুন কোনও সিনেমা রিলিজ হওয়ার আগে অথবা বড় কোনও ম্যাচ খেলার আগে বিভিন্ন গুরুর কাছে আশীর্বাদ নিতে দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে। সম্প্রতি রাধাবল্লজ লালজির কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন এই তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, কোহলি এবং অনুষ্কা দুজনেই পৌঁছেছেন গুরুজির আশ্রমে। কোহলি পরে রয়েছেন একটি কালো রঙের পোশাক, মাথায় টুপি। অনুষ্কা পরে রয়েছেন একটি অফ হোয়াইট রঙের কুর্তি,সঙ্গে চাদর। গুরুর কাছে গিয়ে দুজনকেই সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায়।
বর্ডার-গাভাস্কাকার ম্যাচ শেষ হওয়ার পর গত সপ্তাহে বাড়ি ফিরেছেন বিরাট। এই ম্যাচে ৬ ইনিংস খেলে মাত্র ১৯০ রান করেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই মন খারাপ বিরাটের। দেশে ফিরেই তাই সোজা পৌঁছে যান গুরুজির আশ্রমে। যদিও এই প্রথমবার নয়, এর আগেও দেশে এবং বিদেশে বিভিন্ন গুরুর কাছে যেতে দেখা যায় এই তারকা দম্পতিকে।
কিছুদিন আগেই বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করেছিলেন তারকা দম্পতি। পেশাগত দিকের ভালো-মন্দ যাই হোক না কেন, বিরাট এবং অনুষ্কা সব সময় বিশ্বাস রাখেন আধ্যাত্মিক জগতে। তাই যে কোনও বড় জয় হোক অথবা হার, বিরাট এবং অনুষ্কা নিজেদের সব সময় সমর্পণ করেন ঈশ্বরের কাছে।
প্রসঙ্গত, সম্প্রতি BCCI টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের পরিবারের ক্ষেত্রে বেশকিছু নিয়ম পাল্টেছেন। এখন খেলোয়াড়দের সঙ্গে সবসময় থাকতে পারবেন না পরিবারের সদস্যরা। ৪৫ দিনের সফরে পরিবারের সদস্যরা থাকতে পারবেন মাত্র ১৪ দিন, আন্তর্জাতিক সফরে ১ সপ্তাহ পর্যন্ত থাকতে পারবেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: 'টাকার জন্য বিয়ে করেছে', কটাক্ষ হন জেরবার! ৩৮ বছরের বড় স্বামীকে হারিয়ে শোকে কাতর তনি
আরও পড়ুন: ৪ বছরের জেহ-র ঘরে নাকি ঢোকে হামলাকারী, তৈমুর কোথায় ছিল? ঠিক আছে তো সইফ-করিনার দুই ছেলে
উল্লেখ্য, সম্প্রতি সমাপ্ত হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফিতে হতাশাজনক পরাজয় হয়েছে ভারতের। এই পরাজয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ হারিয়েছে ভারত। এই ম্যাচে বিরাট ৬ ইনিংস খেলে ২৩.৭৫ গড়ে মাত্র ১৯০ রান করেছেন।