দীর্ঘদিন অফ ফর্মে ছিলেন, সেই পরিস্থিতিতেই অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন বিরাট কোহলি। তবে রবিবার মানার্স লাবুশানকে ৪ মেরেই এল বিরাটের সেই বহু প্রতীক্ষিত সেঞ্চুরি। টানা ৪৯২ দিন অপেক্ষার পর বিরাটের ব্যাটে এই শতরান এসেছে। স্বামীর সেঞ্চুরি হতেই দর্শকাসনে উল্লাস করতে দেখা যায় অনুষ্কা শর্মাকে, বিরাটও মাঠ থেকেই পাল্টা চুমু ছুড়ে দেন স্ত্রী অনুষ্কার দিকে। তারপর সঙ্গে থাকা নীতিশ কুমার রেড্ডিকে জড়িয়ে ধরলেন।
এরপর সাজঘরে ফেরার পথে গ্লাভস, হেলমেট খুলে অনুষ্কার দিকে ননস্টপ ফ্লায়িং কিস ছুড়ে দিতে থাকেন বিরাট কোহলি। ঠিক ১০ বছর আগে ২০১৪ সালে এভাবেই বিরাটের চুমু ছুড়ে দেওয়ার দৃশ্য ভাইরাল হয়েছিল। আবারও ২০২৪ এ এসে একই মুহূর্তের পুনরাবৃত্তি। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে স্ত্রীর উদ্দেশ্যে বিরাটের এই উড়ন্ত চুমুর ভিডিয়ো। বিরাট যখন চুমু ছুড়ে দিচ্ছেন অনুষ্কাকেও VIP গ্যালারিতে বসে লাজুক হাসি দিতে দেখা যায়। অনুষ্কাকে এদিন নীল-সাদা স্ট্রাইপ পোশাকে দেখা যায়।
আরও পড়ুন-আইপিএল-২০২৫এর নিলামে রং মিলান্তি পোশাকে নীতা-কাব্য, সালোয়ার কামিজে হাজির প্রীতি জিন্টা
আরও পড়ুন-খাটের উপর ক্রগাগত ঢিসুম ঢিসুম ইউভানের, শ্যুটিং সেটে ছেলের কাণ্ডকারখানা সামনে আনলেন শুভশ্রী
বিরাটের উড়ন্ত চুম্বনে হাসি অনুষ্কার
এদিকে বিরাট-অনুষ্কার এই রোম্যান্টিক মুহূর্ত দেখে নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন অনুষ্কার হয়ে কমেন্টে লিখেছেন ‘সেই উড়ন্ত চুম্বনে আমার হৃদয় বাঁধা রয়েছে।’ কারোর মন্তব্য, ‘শতরান পূরণের সঙ্গেই অনুষ্কাকে চুম্বন, উফ! সেকী মুহূর্ত…।’ কারোর মন্তব্য, ‘বিরাট কোহলি ও আনুশকা শর্মা। লেডি লাক এগেইন কিং কোহলি।’ কারোর কথায়, ‘সুন্দর দাম্পত্যের উদাহরণ…’।
এদিকে শতরানের পর অ্যাডাম গিলক্রিস্টকে দেওয়া প্রতিক্রিয়ায় বিরাট জানান, ‘অনুষ্কা সবসময়ই আমার পাশে থেকেছে, জীবনের সমস্ত বিহাইন্ড দ্যা সিন সবই ওর জানা। যখন রান পাচ্ছিলাম না, তখন মাথায় কী চলছিল, সবই ওর জানা। আমির দলের জন্য কিছু করতে চেয়েছিলাম, দলের সঙ্গে শুধু ঘুরে বেড়াতে চাইনি।’
অন্যদিকে কাজের ক্ষেত্রে অনুষ্কাকে স্পোর্টস বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ছবিতে দেখা যাবে। যেটি কিনা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত। নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবি। এর আগে শেষবার আনন্দ এল রাই পরিচালিত কমেডি-ড্রামা ছবি জিরো (২০১৮)-তে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে।