নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০-য় হার হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কিউয়িদের ঐতিহাসিক জয় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বিরাট-রোহিতদের। স্পিনারদের সামনে কোহলিকে নাজেহাল হতে দেখে তাঁর চরম ভক্তরাও হতাশ। এর মাঝেই অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে অস্ট্রেলিয়া সফরে উড়ে গেল ভারতীয় দল। আরও পড়ুন-সেলফি তুলতে অনিচ্ছা, তবুও বিরাটের হাত ধরে টেনে ছবি তুললেন ভক্ত!
অস্ট্রেলিয়ার মাটিতে এবার কামিন্স-স্ট্রার্কদের মুখোমুখি হতে হবে বিরাটদের। ৫ ম্যাচের বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২২শে নভেম্বর থেকে। ১০ই নভেম্বর ও ১১ই নভেম্বর দু-ভাগে ভাগ হয়ে অস্ট্রেলিয়া রওনা দিচ্ছে ভারতীয় দল। শনিবার রাতে মুম্বই এয়ারপোর্টে দেখা মিলল কিং কোহলির। পরনে সাদা টি-শার্ট আর ঢলা প্যান্ট। মাথায় লাল টুপি। পিঠে ব্যাগপ্যাক।
গাড়ি থেকে বিরাট নামতেই তাঁকে ছেঁকে ধরে ছবি শিকারিরা। এরপরই ফ্যানেরা ঘিরে ধরে সেলফির আবদার নিয়ে। বেশ বিরক্তির সুরেই বিরাট বলে উঠেন, ‘পরিবারকে দাঁড় করিয়ে রেখে তোমাদের সঙ্গে সেলফি থোড়াই নেব’। এ কথা বলার পড়েও কয়েক সেকেন্ডের জন্য অনুরাগীদের সঙ্গে পোজ দেন বিরাট।
সপরিবারেই অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরাট। এদিন তাঁর সঙ্গে হাজির থাকলেও পাপারাৎজিদের সামনে পোজ দেননি অনুষ্কা। কারণ তাঁর সঙ্গে ছিল ছেলে অকায় এবং মেয়ে ভামিকা। গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের জন্ম দেন অনুষ্কা। তারপর লম্বা সময় লন্ডনেই ছিলেন অভিনেত্রী।
ছেলেমেয়েকে লাইম লাইট থেকে দূরে রাখতে লন্ডনেই সংসার করার সিদ্ধান্ত নিয়েছে বিরুষ্কা, খবর তেমনটাই। আপতত শোবিজ দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বিরাট ঘরণী। সন্তান আর সংসারেই মন তাঁর। ওদিকে সমালোচনায়বিদ্ধ বিরাট গত সপ্তাহেই পরিবারের সঙ্গেই নিজের ৩৬তম জন্মদিন উদযাপন করেছেন মুম্বইতে।
টেস্ট ক্রিকেটে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে বিরাট। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ৫ টেস্টে একটা মাত্র হাফ সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। ডাউন আন্ডারে বিরাটের ব্যাটে রান না এলে চাপে থাকবে রোহিত শর্মার দল। ২২ তারিখ পার্থে শুরু হবে বর্ডার-গাভাস্কার ট্রফি।
আরও পড়ুন-কোহলির জন্মদিনে অনুষ্কার বিরাট সারপ্রাইজ, ইনস্টায় অকায়ের প্রথম ছবি পোস্ট নায়িকার
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ান্শিপের ফাইনালে কোনওরকম ঝক্কি ছাড়া কোয়ালিফাই করতে হলে ৫টার মধ্যে কমপক্ষে ৪টে টেস্ট ম্যাচ জিততে হবে ভারতকে। যা মোটেই সহজ কাজ হবে না।
অনুষ্কার পরবর্তী প্রোজেক্ট
আপতত ফিল্মি কেরিয়ার থেকে দূরেই রয়েছেন অনুষ্কা। অনুষ্কাকে পরবর্তী স্পোর্টস বায়োপিক ফিল্ম চাকদা এক্সপ্রেসে দেখা যাবে, যা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত। কিন্তু কবে এবং কোথায় এই ছবি মুক্তি পাবে, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে। ছবি নির্মাণের প্রক্রিয়া অবশ্য শেষ।