সদ্যই জন্মদিন গেল বিরাট কোহলির। ৩৬ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেটার। কিন্তু এই বিশেষ দিনে তিনি মোটেই কোনও দৌড়ঝাঁপ, হইহুল্লোড় করেননি। বরং বাড়ি বসেই কাটিয়েছেন গোটা দিন। সঙ্গে ছিলেন কেবল স্ত্রী অনুষ্কা এবং ২ সন্তান ভামিকা এবং অকায়।
জন্মদিন নিয়ে কী বললেন বিরাট?
৫ নভেম্বর ছিল বিরাট কোহলির জন্মদিন। তাঁর এই বিশেষ দিনে তাঁর অনুরাগী থেকে শুরু করে, স্ত্রী, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়রা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। তবে উদযাপনে ছিলেন মাত্র ৩ জন, তাঁর স্ত্রী এবং ২ সন্তান। এবারের জন্মদিন কীভাবে কাটালেন সেই বিষয়ে গৌরব কাপুরকে বিরাট জানান এটা তাঁর সবথেকে বেশি চিল্ড আউট জন্মদিন ছিল। কারণ তিনি এবার কিছুই করেননি। কেবল পরিবারকে সময় দিয়েছেন।
আরও পড়ুন: কপ ইউনিভার্সের পর এবার রোহিতের ছবিতে মুখোমুখি চুলবুল পান্ডে ও সিংঘম? অজয় দেবগন বললেন...
বিরাটের কথায়, 'বয়স বাড়ল, বুড়ো হলাম জানি। কিন্তু বুদ্ধি বাড়ল কিনা জানি না। তবে এত বছরের মধ্যে এটা আমার সবথেকে চিল্ড আউট জন্মদিন ছিল। বাড়িতে আমার সঙ্গে খালি অনুষ্কা আর আমাদের ২ সন্তান ছিল। রিল্যাক্স করে আরামে কেটেছে দিনটা।'
তবে নিজের জন্মদিন ঘরোয়া ভাবে উদযাপন করলেও সম্প্রতি বিরাট এবং অনুষ্কাকে তাঁদের বন্ধু অঙ্গদ বেদি এবং নেহা ধুপিয়ার ছেলের জন্মদিনের পার্টিতে সামিল হতে দেখা গিয়েছে। অনুষ্কা একটি সাদা শার্ট এবং জিন্স পরে এসেছিলেন। বিরাটের পরনে ছিল মেরুন টিশার্ট এবং জিন্স। সঙ্গে টুপিও পরেছিলেন তিনি।
আরও পড়ুন: বাবা নেই পাশে, জারার জন্মদিনে মধ্যরাতে কী কী আয়োজন করলেন নীলাঞ্জনা-সারা
আরও পড়ুন: পানমশলার বিজ্ঞাপনে জিৎ! দেবের সঙ্গে তুলনা টেনে 'প্রধান' ভক্ত লিখলেন, 'গর্বিত যে...'
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েন। ২০২১ সালে তাঁদের মেয়ে ভামিকার জন্ম হয়। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের পরিবার আরও বড় হয়। জন্ম হয় তাঁদের ছেলে অকায়ের। আগামীতে ২২ নভেম্বর থেকে ভারতের হয়ে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাবেন বিরাট।