বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat Kohli: বিরাট চমক! ব্যাট হাতে নরওয়ের ডান্স গ্রুপের সাথে ফাটিয়ে নাচ কোহলির,অনুষ্কা লিখলেন..

Virat Kohli: বিরাট চমক! ব্যাট হাতে নরওয়ের ডান্স গ্রুপের সাথে ফাটিয়ে নাচ কোহলির,অনুষ্কা লিখলেন..

নাচের তালে পা মেলালেন বিরাট

Virat Kohli with The Quick Style: ‘ইশক হো গায়া’ গানে নাচলেন কোহলি, ভিডিয়োর কমেন্ট বক্সে কী লিখলেন মুগ্ধ অনুষ্কা?

ব্যাটের সঙ্গে তাঁর বন্ধুত্ব দীর্ঘদিনের। টেস্ট ক্রিকেটে রানের খরাও কাটিয়ে উঠেছেন মহাদেবের আর্শীবাদে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কর সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলি এবার ব্য়াট হাতে জলওয়া দেখালেন শ্যুটিং স্টুডিওয়!

হ্যাঁ, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাটের সেই নাচ। যেখানে ভারতীয় ক্রিকেট তারকার পাশে দেখা মিলল নরওয়ের ডান্স গ্রুপ ‘দ্য কুইক স্টাইল’-এর। বলিউডের সুপারহিট গান ‘কালা চশমা’য় ফাটিয়ে নেচে ভারতীয়দের নজর কেড়েছিল এই ডান্স গ্রুপ। আপতত ভারত-সফরে এসেছে ‘দ্য কুইক স্টাইল’। এর মাঝেই দুর্দান্ত 'কোলাব' সারলেন বিরাট কোহলি এবং ‘দ্য কুইক স্টাইল’।

ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো ভাগ করে নিয়েছেন বিরাট। সেখানে দেখা গেল ডান্স গ্রুপের এক সদস্য ব্যাট হাতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। আচমকাই সিনে এন্ট্রি বিরাটের। ব্যাট হাতে নিয়ে বিরাট বুঝিয়ে দিলেন এই ফিল্ডের পুরোনো খিলাড়ি তিনি। এরপর একে একে দেখা মিলল বাকি সদস্যের। আর মুহূর্তের মধ্যেই স্টেরিও নেশনের ‘ইশক হো গায়া'য় নেচে উঠলেন বিরাট এবং এই হিপ-হপ ডান্স গ্রুপের সদস্যরা।

এক ঘন্টাতেই প্রায় ১ কোটি মানুষ দেখে ফেলেছে বিরাটের এই নাচ। কমেন্ট বক্সে মন্তব্যের ঝড়। বিরাট ঘরণী অনুষ্কার মন্তব্য জ্বলজ্বল করছে একদম উপরে। অভিনেত্রী তিনটি ‘ফায়ার’ ইমোজি যোগ করেছেন কমেন্ট বক্সে। এই ভিডিয়ো শেয়ারের আগে ‘দ্য কুইক স্টাইল’-এর সঙ্গে একটি গ্রুপ ছবি শেয়ার করে বিরাট লেখেন, ‘দেখুন মুম্বইতে কাদের সঙ্গে দেখা হল…’। 

আরও পড়ুন-উজ্জয়িনীতে মহাকাল-শরণে বিরাট-অনুষ্কা, ভোররাতে করলেন 'ভস্মারতি'! দেখুন ভিডিয়ো

গত ১৪ মাস টেস্টে বিরাটের ব্যাটে কোন অর্ধশতরানও ছিল না। ২০১৯ সালের নভেম্বর থেকে তিন অঙ্কের ঘরে পৌঁছোনো হয়নি বিরাটের। তবে আহেমদাবাদ টেস্টে ১৮৬ রানের দুরন্ত ইনিংস খেলে গড়েন নয়া নজির। সবচেয়ে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম সেঞ্চুরি করা ব্যাটার হয়ে গিয়েছেন বিরাট কোহলি। পরে অনুষ্কার ইনস্টা পোস্ট ইঙ্গিত দেন অসুস্থতা নিয়ে এই রানের পাহাড় গড়েন বিরাট। 

আগামিতে বিরাট ফের মুখোমুখি হবেন অজিদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। 

রও পড়ুন-অসুস্থতা নিয়েই কি চতুর্থ দিনে শতরান? সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা দিলেন বিরাট-খবর

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন