Karwa Chauth: বউদের মঙ্গলকামনায় উপোস করেন অভিষেক, বিরাট, আয়ুষ্মানরা। দেখে নিন পুরো তালিকা-
1/5হিন্দু বিবাহিত মহিলারা সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত উপোস করে এবং তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে দেবী পার্বতীর কাছে বিশেষ প্রার্থনা করে করবা চৌথে। তবে এমন কিছু তারকা আছেন যারা উপোস রাখেন বউদের মঙ্গলকামনায়। এই তালিকায় নাম আছে অভিষেক বচ্চন, বিরাট কোহলি, আয়ুষ্মান খুরানাদের।
2/5১৫ বছর ধরে সম্পর্কে আছেন অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাই। যদিও জুনিয়র বচ্চন কখনও নিজের মুখে করবা চৌথের উপোস রাখার কথা বলেননি। তবে বচ্চন পরিবারের ঘনিষ্ঠরা সকলেই জানেন প্রায়। তাঁর সিনেমা ‘লুডো’ মুক্তির আগে সেই ছবির শিশু-অভিনেতা ইনায়াত ভর্মাও বলে ফেলেছিল মুখ ফসকে। কইমই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিল, ‘অভিষেক ভাইয়া আজ সর্গি খেতে ভুলে গিয়েছে। আর তাই সকাল থেকে কিছুই খায়নি।’
3/5করবা চৌথে উপোসের কথা নিজের মুখেই জানিয়েছিলেন বিরাট। সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করেছিলেন ‘যারা একসঙ্গে উপোস করে, একসঙ্গে হাসে’। বিরাট আর অনুষ্কা দুজনেই বিবাহিত সম্পর্কে ইক্যুয়ালিটির কথা বলে এসেছেন।
4/5আয়ুষ্মান-পত্নীর ক্যানসারের সঙ্গে লড়াই করার গল্প কে না জানে! বউয়ের জন্য প্রতি বছর উপোস করেন অভিনেতা। ২০১৯ সালে যখন তাহিরার ব্রেস্ট ক্যানসারের চিকিৎসা চলছিল তখন করবা চৌথে এই পোস্টটি করেছিলেন আয়ুষ্মান। হাতে তাহিরার নাম লিখেছিলেন মেহেন্দি দিয়ে। সঙ্গে জানিয়েছিলেন বউয়ের শরীর ভালো না থাকায় তিনি একাই রাখছেন করবা চৌথের উপোস। তাহিরার দীর্ঘায়ু কামনা করেছিলেন।
5/5একবার রাজ কুন্দ্রা ইনস্টাগ্রামে জানিয়েছিলেন শিল্পার জন্য তিনিও করেন করবা চৌথের উপোস। গত ১১ বছর ধরেই তিনি তা করে আসছেন। শিল্পাও প্রতিবছর জমিয়ে পালন করেন উৎসব। মেহেন্দি থেকে সর্গি সব পালন করেন নিয়ম নিয়মে।