ক্রিকেট কেরিয়ার এখন টালমাটাল বিরাট কোহলির। তবে তাতে থমকে থাকার পাত্র তিনি নন। হাজার আলোচনা সমালোচনার ফাঁকেই নিজের কাজ করে চলেছেন। এবার শোনা যাচ্ছে তিনি কিংবদন্তি গায়ক কিশোর কুমারের বাংলোর একটা অংশে লিজে নিতে চলেছেন। আর সেখানে তিনি খুলবেন রেস্তোরাঁ। কিশোর-পুত্র অমিত কুমারও ব্যাপারটা নিশ্চিত করেছেন।
ETimes-এর খবর অনুযায়ী, ক্রিকেটার বিরাট কোহলি কিশোর কুমারের জুহু বাংলোর প্রাঙ্গনের একটি বড় অংশ লিজে নিয়েছেন। আপাতত জোর কদমে চলছে প্রস্তুতি। যার পরে এটি একটি উচ্চমানের রেস্তোরাঁয় রূপান্তরিত হবে। কাজ প্রায় শেষের পথে। হয়তো অক্টোবর থেকেই চালু হয়ে যেতে পারে এটি। আরও পড়ুন: ধর্মের ছুৎমার্গ ভুললেন সলমন, করলেন গণেশ ঠাকুরের আরতি বোন অর্পিতার বাড়ির পুজোয়
কিশোর কুমারের বাংলো লিজে নেওয়ার খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে অমিত কুমার। তিনি জানান যে, এটি শুরু হয়েছিল যখন লীনা চন্দ্রভারকরের ছেলে সুমিত কয়েক মাস আগে বিরাট কোহলির সঙ্গে দেখা করেছিলেন। এরপরই দুজনের মধ্যে এই নিয়ে বিস্তারিত কথা শুরু হয়। অমিত কুমার জানিয়েছেন, এই জায়গাটি বিরাট কোহলিকে ৫ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে।
বিরাট কোহলির রেস্তোরাঁ আপাতত রয়েছে দিল্লিতে দুটি ও কলকাতায় একটি। ২০১৭ সালে তিনি দিল্লির আরকে পুরমে রেস্তোরাঁ নুয়েভা শুরু করেন। এছাড়া দিল্লি ও কলকাতায় রয়েছে One8commune। কিশোর কুমারের বাংলোর রেস্তোরাঁটিকে এখন ক্রিকেটের অলরাউন্ডার কোন থিমে সাজান সেটাই দেখার। আরও পড়ুন: পার্টিতে কোনায় গিয়ে জড়াজড়ি করছিল কৃতি-আদিত্য, ফাঁস করণের! এবার অনন্যার কী হবে?
এশিয়া কাপে যাওয়ার আগে স্টার স্পোর্টস ইন্ডিয়াকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, ‘ আমার এটা শিকার করতে কোনও লজ্জা নেই যে মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমরা এটা নিয়ে কথা বলি না। কারণ আমর ইতস্তত বোধ করি। আমরা মানিসকভাবে দুর্বল সেটা কাউকে জানাতে চাই না। নিজেকে শক্তিশালী হিসাবে তুলে ধরবার মিথ্যা চেষ্টার থেকে নিজেকে দুর্বল দেখানোটাই শ্রেয় বলে আমার মনে হয়'। কোহলি যোগ করেন, '১০ বছরের মধ্যে প্রথমবার আমি এক মাস ব্যাট স্পর্শ করিনি। আমি বুঝতে পেরেছিলাম যে, সম্প্রতি আমার খেলার গতি হারিয়ে ফেলেছি। আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে, আমার গতি ছিল। কিন্তু শরীর থামতে বলছে। মন আমাকে বিরতি নিতে বলেছিল।’