বীরেন্দ্র সেহওয়াগ সম্প্রতি শাহরুখ খান এবং তাঁর ছেলে আরিয়ান খানকে নিয়ে কথা বললেন। তিনি এদিন ফিভার এফএমের বিয়ন্ড দ্য বাউন্ডারি পডকাস্ট শোতে এসে ২০০৭ সালের আইসিসি মেন্স টি২০ বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেন। সেখানেই তিনি জানান তাঁরা সেবার টি২০ বিশ্বকাপ জেতার পর যখন পার্টি করছিলেন তাঁদের সঙ্গে শাহরুখ খান এবং আরিয়ান খানও ছিলেন। যখন সকলে কিং খানকে ছেঁকে ধরেছিল তখন একাকী আরিয়ান এক কোণে বসেছিলেন বলেই জানান সেহওয়াগ। সেই সময় তিনি কিং পুত্রকে কী বুদ্ধি দিয়েছিলেন?
আরও পড়ুন: দাদুর স্বপ্নপূরণ করতে সা রে গা মা পা -র মঞ্চে আরাত্রিকা, নজরুল গীতিতে বিচারকদের মন জয় করতে পারবেন?
আরিয়ানকে কী বলেছিলেন সেহওয়াগ?
সেহওয়াগ জানান তিনি সেদিন যান এবং আরিয়ান খানের পাশে গিয়ে বসেন। বেশ খানিকক্ষণ তাঁর সঙ্গে কথাও বলেন। তিনি এদিন এই সাক্ষাৎকারে বলেন, ' আমি দেখলাম আরিয়ান একা বসে আছে। তো আমি গিয়ে ওর পাশে বসলাম আর কিছুক্ষণ কথা বললাম। এমনকি ওকে বুদ্ধিও দিই যে বাবাকে এই জিনিসগুলো করতে না করবে। তখন ও আমায় জিজ্ঞেস করে, উনি তো আমার বাবা হন, আমি কীভাবে না করব? আমরা খুব মজা করেছিলাম ওইদিন। এখনও শাহরুখ খানের সঙ্গে দেখা হলে উনি বলেন যে সেদিন আমি ওঁর ছেলেকে দারুণ ভাবে সঙ্গ দিয়েছিলাম।'
কেকেআরের আইপিএল জয়
এক দশক পর, ২০২৪ সালে ফের আইপিএল জিতল শাহরুখ খানের কেকেআর। রবিবার, ২৬ মে সানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত করে ট্রফি তোলেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংরা। এদিন কাপ জয়ের পর রাতভর পার্টি করেন তাঁরা। কখনও দেশি বয়েজ কখনও লুট পুট গয়ায় নাচতে দেখা যায় তাঁদের।
আরও পড়ুন: আলাম নন, হীরামান্ডির তাজের মন কেড়েছেন অন্য কেউ! লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে ডেটে গেলেন তাহা?
ফাইনালের দিন কেকেআরের সমর্থনে গোটা পরিবারকে নিয়ে হাজির ছিলেন মালিক শাহরুখ খান। হ্যাঁ, তিনি অসুস্থ থাকা সত্বেও এদিন মাঠে থেকে দলের হয়ে গলা ফাটান।