ফের একবার বিশাল ভরদ্বাজের (Vishal bhardwaj) ছবিতে তাবু। পরিচালকের আসন্ন ছবি ‘খুফিয়া’র প্রথম ঝলক (Khufiya teaser) মুক্তি পেতেই হইচই। এর আগে 'মকবুল', 'হায়দার'-এর মতো ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাবু (Tabu)-কে, ফের বিশালের ছবিতে ফিরছেন তিনি। তবে এবার শেক্সপিয়ারের কোনও নাটক অবলম্বনে তৈরি হয়নি বিশালের ছবি। নেটফ্লিক্সের ডার্ক থ্রিলার ‘খুফিয়া’ তাবুর সঙ্গে থাকছেন আলি ফজল (Ali Fazl), যদিও সবাইকে ছাপিয়ে মাত্র ৪৮ সেকেন্ড দীর্ঘ এই ছবির ট্রেলারে নজর কাড়লেন বাঙালি অভিনেত্রী আজমেরি হক বাঁধন (Azmeri Haque Badhon)। ওপার বাংলার এই প্রশংসিত অভিনেত্রী এবার কাজ করলেন বলিউড প্রোজেক্টে। আরও পড়ুন-‘আমার বাবা-মা আগে সেক্স করেছে তার ফলপ্রসূ আমি জন্মেছি’, জন্মদিনে বেঁফাস শ্রীলেখা
‘খুফিয়া’র টিজার এক কথায় শিহরণ জাগালো। আর দর্শকদের মনে জাগালো হাজারো প্রশ্ন, তবে জবাব মিলল না। স্পাই ড্রামা ঘরানার এই ছবি গা ছমছমে টিজারের শুরুতেই দেখা মিলল তাবুর, দূরে কিছুর দিকে তাকিয়ে রয়েছেন তিনি। এরপর একের পর ছবির চরিত্রটা সামনে এল। টিজারে আলো-আঁধারিতে আগুনের দিকে হেঁটে আসতে দেখা গেল বাঁধনকে। শাড়িতে একদম বাঙালি লুকেই ধরা দিলেন বাঁধন। সৃজিতের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেনি’ (REKKA) সিরিজে মুসকান জুবেরি হয়ে এপার বাংলার দর্শকদের কাছে ধরা দিয়েছিলেন বাঁধন, এবার ভারত জয়ের লক্ষ্যে এই স্বপ্নউড়ান তাঁর। টিজারে আলি ফজলের হাসির দৃশ্য দেখে শিউরে উঠছে দর্শক। কোনও সংলাপ নেই পৌনে এক মিনিটের এই টিজারে। আরও পড়ুন-'আজকের রাতটা আমার সঙ্গে জেগে থাকো’, শ্রীজাতর জন্যই প্রথমবার রামপ্রসাদী গান গাইলেন অরিজিৎ
‘খুফিয়া’ ছবিটি অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। টিজার প্রকাশ্যে এলেও সিনেমাটি কবে নেটফ্লিক্সে দেখা যাবে, তা জানা যায়নি। যদিও এই বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা ‘খুফিয়া’র। আরও পড়ুন-বন্ধুর বিয়েতে খুনসুটি অর্জুন-মালাইকার, ‘তোমাদের বিয়েটা কবে?’ প্রশ্ন নেটপাড়ার
ভারতের ডিফেন্স সিক্রেটকে শক্রু রাষ্ট্রের কাছে বিক্রি করে দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে কোন ঘরশক্রু বিভিষণ? তাকে খুঁজে বার করবার দায়িত্ব গিয়ে পরবে গুপ্তচর কৃষ্ণা মেহরার (তাবু) উপর। কীভাবে প্রেমিকা এবং গুপ্তচরের দ্বৈত ভূমিকা পালন করবে কৃষ্ণা? সেই নিয়েই এই ছবি।