সঙ্গীত জগতের অন্যতম সেরা জুটি হল বিশাল দাদলানি এবং শেখর রাভজিয়ানি। আগামী ২ মার্চ পুনেতে একটি কনসার্ট করার কথা ছিল এই জুটির, কিন্তু আচমকা এই বন্ধ করে দিতে হল সমস্ত তোড়জোড়। কী কারণ?
বৃহস্পতিবার বিশাল ইনস্টাগ্রামে একটি আপডেট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন, একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছি আমি। আপাতত চিকিৎসাধীন রয়েছি আমি। তবে শীঘ্রই ফিরে আসব আমি। সমস্ত আপডেট দেব। শীঘ্রই দেখা হবে আমাদের পুনে!
আরও পড়ুন: ২ মাসের শিশুর ১৬ কোটির ইনজেকশন নিয়ে মজা! ভাইরাল সময় রায়নার পুরনো ভিডিয়ো, নেটপাড়া বলছে, ‘অমানবিক’
আরও পড়ুন: ‘এত্ত টাকা নেই!’ বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে, বরকে কী উপহার দেবেন শ্বেতা?
শুধু বিশাল নন, পুনেতে কনসার্টের আয়োজন যারা করেছিলেন সেই কোম্পানি অর্থাৎ জাস্ট আরবান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন বিশালের দুর্ঘটনার কথা। আপাতত বন্ধ থাকলেও খুব শীঘ্রই কনসার্ট শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।

জাস্ট আরবান বিশাল এবং শেখরের একটি ছবি শেয়ার করে লিখেছেন, গুরুত্বপূর্ণ ঘোষণা: বিশাল এবং শেখরের মিউজিক কনসার্ট স্থগিত করতে হল। দুঃখের সঙ্গে জানাচ্ছি বহু প্রতীক্ষিত যে অনুষ্ঠানটি আগামী ২ মার্চ হওয়ার কথা ছিল, তা একটি দুর্ঘটনার কারণে স্থগিত করে দেওয়া হচ্ছে। বর্তমানে বিশাল চিকিৎসাধীন রয়েছেন।
বিশালের টিমের তরফ থেকে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আপডেট শেয়ার করা হয়েছে যেখানে লেখা রয়েছে, আপনাদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সমস্যা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুনঃনির্ধারিত করা হবে এই কনসার্টটি। খুব তাড়াতাড়ি নতুন তারিখ শেয়ার করব। চিন্তা করবেন না, টিকিটের সমস্ত অর্থ আমরা ফেরত দিয়ে দেব।
প্রসঙ্গত, ওম শান্তি ওম, দোস্তানা, আই হেট লাভ স্টোরিজ, ব্যাং ব্যাং, সুলতান, স্টুডেন্ট অফ দ্যা ইয়ার, বেফিকরে, ওয়ার সিনেমা সহ একাধিক সিনেমার জন্য গান রচনা করেছেন তিনি। এছাড়াও গান গেয়েছেন খুদা হাফিজ, জাব মিলা তু, ধুম এগেন, মারজাইয়া, আই ফিল গুড সহ বহু গান গেয়েছেন তিনি।