বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘সব সত্যি সামনে আনব!’, কাশ্মীর ফাইলসের পর আরও এক বিশেষ ছবির ঘোষণা বিবেকের

‘সব সত্যি সামনে আনব!’, কাশ্মীর ফাইলসের পর আরও এক বিশেষ ছবির ঘোষণা বিবেকের

‘দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’ বানাতে চলেছেন বিবেক অগ্নিহোত্রি। 

২০২২ সালের অন্যতম চর্চিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। এবার ‘দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’ আনার কথা ঘোষণা করলেন বিবেক অগ্নিহোত্রি। 

২০২২ সালের শুরুতেই শোরগোল ফেলে দিয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের উপর হওয়া অত্যাচার সিনেমায় ফুটিয়ে তুলে সেনসেশন ফেলে দিয়েছিলেন বিবেক অগ্নিহোত্রি। ছবি এত পরিমাণ ব্যবসা করেছিল যে কিছু জায়গায় সকালের শো-ও গিয়েছিল হাউজফুল। অনেক হলেই রাখা হয়েছিল সিনেমার টিকিদের দামের উপর অফার। কেউ কেউ নিজে উদ্যোগ নিয়ে অন্যকে সিনেমার টিকিট দিয়েছিলেন। বেশিরভাগরই মত ছিল, দেশের না বলা ইতিহাস এতদিন পর সামনে এসেছে। 

পরিচালক বিবেক অগ্নিহোত্রি এবার তাঁর পরের সিনেমার ঘোষণা করলেন, যার নাম হতে চলেছে, ‘দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’। যে সিনেমা দর্শকদের এবার জানাবে ‘পুরো সত্যি’। ইজরায়েলি চলচ্চিত্র পরিচালক নাদাভ লাপিডের কাশ্মীর ফাইলসকে ‘ভালগার’ এবং ‘প্রোপাগান্ডা’ বলার পরেই এল বিবেকের ঘোষণা। 

এই বক্তব্যের উপর ভিত্তি করে বিবেক মঙ্গলবার ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো পোস্ট করে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘সমস্ত আরবান নক্সাল আর বড় চলচ্চিত্রনির্মাতাদের কাছে আমার চ্যালেঞ্জ যদি প্রমাণ করতে পারে ছবিতে দেখানো একটা দৃশ্য একটা ডায়লগ মিথ্যে তবে আমি সিনেমা বানানো বন্ধ করে দেব। এই সমস্ত মানুষ কারা যারা সবসময় ভারতের বিরুদ্ধেই দাঁড়িয়ে পড়ে?’

এরপর এক সংবাদমাধ্যমকে কাশ্মীর ফাইলস পরিচালক বলেন, ‘আমি ঠিক করে নিয়েছি এবার একটা ঘোষণা করব। আমাদের কাছে এমন অনেক গল্প আছে, সত্যি আছে যা দিয়ে ১০টা ছবি বানানো সম্ভব। আমরা ভেবেছিলাম একটাই ছবি বানাব। তবে এবার আমি ঠিক করেছি সব সত্যি সামনে আনব আর নাম হবে দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড। আর এটা আমি সামনের বছরের মধ্যেই নিয়ে আসব, আমি মনস্থির করে ফেলেছি।’ 

তিনি আরও বলেন, ‘খুব জলদি এই আনরিপোর্টেড স্টোরি সামনে আনব তা ওয়েব সিরিজের আকারে হোক বা ডকুমেন্টারি। এটা এবার আর কোনও আর্ট নেই, এটা ভারতের মর্যাদার প্রসঙ্গ। এটা আমার দায়িত্ব যে প্রমাণ, তথ্য আমার হাতে আছে তা সকলকে জানানো। যাতে সবাই সবটা জানতে পারে।’

 

বন্ধ করুন