বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivek Agnihotri-aamir khan: ‘এখন বলছে বিজেপি নাকি লাল সিং ফ্লপ করিয়েছে’, আমিরকে কটাক্ষ বিবেক অগ্নিহোত্রির

Vivek Agnihotri-aamir khan: ‘এখন বলছে বিজেপি নাকি লাল সিং ফ্লপ করিয়েছে’, আমিরকে কটাক্ষ বিবেক অগ্নিহোত্রির

লাল সিং নিয়ে আমির খানকে তীব্র কটাক্ষ বিবেক অগ্নিহোত্রির।

 আমির খানকে তুলোধনা করলেন বিবেক অগ্নিহোত্রি। এমনকী প্রশ্ন তুললেন মিস্টার পারফেকশনিস্টের ওয়ার্ক কমিটমেন্ট নিয়েও। 

বলি ইন্ডাস্ট্রি নিয়ে কটাক্ষ যেন কমছেই না ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রির। এবার সরাসরি অপমান করলেন আমির খানকে। লাল সিং চাড্ডা ফ্লপ করা নিয়ে দু-চার কথা শুনিয়েও দিলেন। লোক যদিও ‘বয়কট ট্রেন্ড’কেই দোষ দিচ্ছে ছবি ফ্লপ করার কারণ হিসেবে, তবে বিবেকের মুখে এল অন্য কথা। 

কটাক্ষের সুরেই বিবেক বলে ওঠেন, ‘অনেকেই বলেন বিজেপি ভক্তরা এই সিনেমা চলতে দেয়নি। বেশ তাই হল! তোমরা জানো কত শতাংশ মানুষ মোদীকে ভোট দিয়েছিল? ৪০ থেকে ৫০ শতাংশ। তাহলে বাকি ৫০ শতাংশ মানুষ কোথায় গেল। কেন দেখতে এল না লাল স্ং চাড্ডা?’ তিনি আরও মনে করেন, প্রত্যেক তারকার নিজস্ব কিছু ভোটব্যাঙ্ক থাকে। মানে সেই তারকার ছবি এলে, এরা দেখতে যাবেই। কেন সেটা লাল সিং-এর বেলায় হল না তা নিয়েও তোলেন প্রশ্ন। বিবেক বলেন, ‘যে দর্শকরা বরাবর তোমায় দেখে তারাও হলে না এলে বুঝতে হবে বড় কোনও গাফিলতি হয়েছে। বোগাস কিছু দেখানো হয়েছে।’ আরও পড়ুন: অন্তঃসত্ত্বা বিপাশার পেটে মুখ দিয়ে গর্ভস্থ সন্তানকে গান শোনাল করণ, Video Viral

কথাপ্রসঙ্গে ‘দঙ্গল’-এর প্রসঙ্গও টেনে আনেন। জানান এই যে সবাই বলছে বয়কট বলিউড ট্রেন্ডের কারণে ইন্ডাস্ট্রির এত বড় ক্ষতি হচ্ছে তা আসলে ভুল। বিবেককে এরপর বলতে শোনা গেল, ‘দঙ্গলের সময় তো মারাত্ম অবস্থা। হল-থিয়াটার বন্ধ করা হচ্ছে। রক্তারক্তি কাণ্ড। তখনও তো মানুষ গিয়েছিল আমিরকে দেখতে। কারণ তাঁরা একজন পরিশ্রমী অভিনেতাকে দেখতে পেয়েছিল। অভিনেতার আদর্শ ফুটে উঠেছিল।’ আরও পড়ুন: শাবানা-জাভেদ-নাসিরুদ্দিনরা টুকরে টুকরে গ্যাং-এর স্লিপার সেল: বিজেপি মন্ত্রী

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রি তুলোধনা করেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে। বলেন, ‘‘ওঁরা 'ব্রহ্মাস্ত্র' কথাটির মানে জানে? ওঁরা অস্ত্রভার্সের কথা বলছেন। কিন্তু সেটা কী? এমন একজন ছবিটি পরিচালনা করেছেন, যিনি ব্রহ্মাস্ত্র শব্দটিই ঠিক করে উচ্চারণ করতে পারেন না।’’

প্রসঙ্গত, চলতি বছরের সবচেয়ে সফল ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। কাশ্মীর সমস্যা ও সেখানকার পণ্ডিতদের উপত্যকা ছাড়তে বাধ্য করা নিয়ে যে অত্যাচার হয়েছিল তাই ফুটিয়ে তুলেছেন বিবেক তাঁর ছবিতে। যা দর্শক মনে জায়গা করেছিল। এমনকী সেই সময় সিনেমার মর্নিং শোগুলিও থাকত হাউজফুল। 

বন্ধ করুন