'বেশরম রং' নিয়ে বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে শাহরুখ খানের 'পাঠান' এখন সাফল্যের শীর্ষে। সম্প্রতি, শাহরুখ খান ও পাঠান নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-খ্যত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি, 'রেডিট'-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন পরিচালক বিবেক। যদিও 'পাঠান' নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন বিবেক অগ্নিহোত্রী।
'পাঠান'-এর সাফল্যের জন্য প্রায় পুরো কৃতিত্বই কিং খান শাহরুখকে দিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর কথায়, ‘পাঠান সফল হয়েছে, তার কারণ শাহরুখের ক্যারিশমা আর ওঁর ফ্যান ফলোয়িং। আর এভাবেই ওই ছবির শুরু থেকে প্রচার চালিয়েছেন, নিজের কাঁধে ভর করে গোটা ছবিটাকে টেনে নিয়ে গিয়েছেন। শাহরুখ প্রথম থেকেই ছবিটাকে এভাবেই দেখেছেন যে এটা আমার ছবি। পুরো বিষয়টাই আমায় দায়। যেটা সত্যিই প্রশংসনীয়।’
এদিন 'পাঠান' বয়কট গ্যাংকে একহাত নিয়ে বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘পাঠান-এর সাফল্যের জন্য একটু হলেও কৃতিত্ব রয়েছে বয়কট গ্যাংকেও দিতে হয়। আজকাল ছবি তো রাজনৈতিক প্রচারের বিষয়বস্তুও হয়ে উঠেছে। কারণ, ওঁরা ছবিটা নিয়ে ভীষণ বোকা বোকা মন্তব্য করেছিল। অকারণেই বয়কটের ডাক দিয়েছিল। এই বয়কট গ্যাংটা কিন্তু সাধারণ বয়কট বলিউড গ্যাঙের থেকে আলাদা। আর ওঁরা এখন এই খেলার মাঠে নতুন খেলোয়াড়, যদিও এদের আসলে কোনও প্রয়োজনীয়তাই নেই। এমনকি ওঁরা হিংসাত্মক হয়ে উঠেছিল, এটা জ্বালিয়ে দেব, ওটা জ্বালিয়ে দেব। ওঁরা এর জন্য খরচও কি করে! পাশাপাশি কিছু সংবাদমাধ্যমও এর জন্য দায়ী।'
'পাঠান' প্রসঙ্গে কথা বলতে গিয়ে নেপোটিজম নিয়ে কথা বলেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর কথায়, 'পাঠান'-এর সাফল্য নিয়ে আমি একটা শব্দই ব্যবহার করব, বিজয়। তবে এটাও বলব, যে নেপোটিজমের বিরুদ্ধে একদিন উনি নিজেই প্রতিবাদ করেছেন, তবে এক্ষেত্রেও সেই নেপোটিজমের জয় হয়েছে।'
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে কিং খানের 'পাঠান'। এই মুহূর্তে ছবিটি বিশ্বব্যাপী গোটা বিশ্বের বক্স অফিসে ৯৪৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।