বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivek Agnihotri: মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ, ওদিকে ‘আদরের বন্ধু’ বাবুলকে বার্তা! কী বললেন বিবেক

Vivek Agnihotri: মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ, ওদিকে ‘আদরের বন্ধু’ বাবুলকে বার্তা! কী বললেন বিবেক

মমতাকে 'মিথ্যাবাদী' বলে বাবুলকে কি নিয়ে সতর্ক করলেন বিবেক

Vivek Agnihotri: বাবুল সুপ্রিয় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি টুইট করেছিলেন। তারপরই তাঁকে মিথ্যাবাদীদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিলেন বিবেক অগ্নিহোত্রী।

কর্নাটকে পাশা উল্টে গিয়েছে। বিজেপির (BJP) ভরাডুবির পর সেই বিষয় নিয়ে সম্প্রতি একটি টুইট করেছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন তাঁর পোস্টে সেখানে লেখা ছিল, 'ভগবান কৃষ্ণ আমাদের অধিকারের জন্য বদলা নিতে এবং লড়াই করতে শিখিয়েছেন।' এরপরই তাঁকে এক হাত নেন দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

বাবুল এদিন টুইটারে লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, কোনও রাজ্যে যে দলই শক্তিশালী হোক না কেন, সে নির্দিষ্ট কোনও একটি দল হোক, বা একাধিক অ-বিজেপি দলের জোট হোক তারা উত্তর প্রদেশ ছাড়া ভারতের সমস্ত জায়গা থেকে এভাবেই বিজেপিকে সরিয়ে দেবে। পশ্চিমবঙ্গ, হিমাচল, কর্ণাটক পথ দেখাচ্ছে। মহাভারতে শ্রীকৃষ্ণ বলেছিলেন বদলা মানেই ইমোশন।'

এই বিষয়ে সোমবার বিবেক (Vivek Agnihotri) একটি টুইট করে বলেন, 'আমার আদরের বন্ধু বাবুল সুপ্রিয়, আপনি নিজেকে আবার কৃষ্ণ বলে মনে করছেন না তো? কেউ কিন্তু আপনাকে মিথ্যে বলছে। আপনার সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমার আইনি নোটিশের কোনও জবাব দেননি। মিথ্যাবাদীদের থেকে সতর্ক থাকুন।'

প্রসঙ্গত গত সপ্তাহে বিবেক মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আনা মানহানির মামলার বিষয়ে মুখ খোলেন। বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি তাঁর ছবি দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। পরিচালক সাফ জানিয়ে দেন তিনি আর চুপ থাকবেন না। তাঁর ছবির বিরুদ্ধে কেউ কথা বললে তিনি তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। তিনি ANI -কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'আমি বিগত বেশ কয়েকদিন ধরেই চুপ ছিলেন। বড়বড় সাংবাদিক থেকে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী আমার ছবিকে উদ্দেশ্যপ্রণোদিত ছবি বলে আখ্যা দিয়েছেন। কিন্তু অনেক হয়েছে। যাঁরা বলছেন এটা প্রোপাগান্ডা ছবি তাঁরা সামনে এগিয়ে এসেছে প্রমাণ করুন যে এই ছবির কোন শট, কোন ডায়লগ মিথ্যে। যদি সেটা না করতে পারেন আমি তাহলে এবার তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।'

তিনি আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছবিগুলোকে প্রোপাগান্ডা ছবি বলেছেন। উনি দাবি করেছেন বিজেপি আমায় টাকা দেয় ছবি বানানোর জন্য। এটা সর্বৈব মিথ্যে। আমার নামে মিথ্যে দোষ দেওয়া হচ্ছে। তিনি নিজের পলিটিক্যাল আজেন্ডার কারণে এসব বলছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছি। হয় উনি প্রমাণ করবেন উনি যা বলেছেন সেটা সত্যি নইলে এটা ভুল উদ্দেশ্য নিয়ে আমার মানহানি করা হয়েছে বলে মনে করব।'

এত তর্ক বিতর্কের মাঝে যেটা না বললেই নয়, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সুদীপ্ত সেনের ছবি দ্য কেরালা স্টোরিকে ব্যান করেছেন। তিনি বলেছেন এই ছবি উসকানিমূলক। এতে রাজ্যে অপ্রীতিকর হিংসার ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই সেই বিষয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের তরফেও রাজ্য সরকারের থেকে এমন পদক্ষেপের জন্য উত্তর চাওয়া হয়েছে।

বায়োস্কোপ খবর

Latest News

'এক মঞ্চে থাকব না, গঙ্গার সব জল দিয়েও লেডি ম্যাকবেথের হাতের নোংরা যাবে না' ISL Live Streaming: কখন, কোথায়, কীভাবে ফ্রিতে দেখবেন মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ এই সূর্যগ্রহণ ৫ রাশির জন্য তৈরি করবে প্রতিকূল পরিস্থিতি, থাকতে হবে খুব সতর্ক থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পাওয়া চিকিৎসক পেলেন 'পুরস্কার'! অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতায়, বাংলার আরও জেলা ভাসবে নিম্নচাপের জেরে রাত ২.৩০-এ ম্যাসেজ করে রুমে ডাকত- রোহিতকে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন পীযূষ চাওলা ‘বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে…’: তসলিমা নাসরিন বিয়ের পিঁড়িতে সৌমিতৃষা, কনের সাজেও চোখমুখ ঘিরে চাপা টেনশন-ভয়, সেই ছবি এল সামনে প্রথম স্ত্রীর মৃত্যুর একবছর পর বিয়ে কল্পনা দাসকে, CJI-এর অর্ধাঙ্গিনী বাঙালিই নন! CBI জেরার মুখে তৃণমূলের চিকিৎসক MLA, কী বললেন উত্তরবঙ্গ লবির অন্যতম 'মুখ'?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.