বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivek Agnihotri on Deepika: অস্কারের মঞ্চে উপস্থাপক দীপিকা, মোদীর আচ্ছে দিনের বার্তা সঙ্গে জুড়ে দিলেন বিবেক অগ্নিহোত্রী

Vivek Agnihotri on Deepika: অস্কারের মঞ্চে উপস্থাপক দীপিকা, মোদীর আচ্ছে দিনের বার্তা সঙ্গে জুড়ে দিলেন বিবেক অগ্নিহোত্রী

অস্কারের মঞ্চে এবার উপস্থাপক দীপিকা, সুর বদলে 'আচ্ছে দিন'-এর গুনগান বিবেকের

Vivek Agnihotri on Deepika Padukone: অস্কারের মঞ্চে এবার উপস্থাপক হিসেবে থাকবেন দীপিকা পাড়ুকোন। সেই খবর প্রকাশ্যে আসতে তাতে প্রতিক্রিয়া জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বললেন এটাই তো আচ্ছে দিন।

ভারতের জন্য আরও একটি গর্বের দিন। এবারের অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে থাকবেন দীপিকা পাড়ুকোন। আকাডেমির তরফে জানানো হয়েছে অস্কার ২০২৩ -এর মঞ্চে এবার উপস্থাপক হিসেবে থাকবেন এমিলি ব্লান্ট, মাইকেল বি জর্ডান, দীপিকা পাড়ুকোন, প্রমুখ। অভিনেত্রী নিজেই এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন। এরপর তাতে নিজের প্রতিক্রিয়া জানালেন দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

আগামী ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৫তম আকাদেমি পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে রিজ আহমেদ, ডোনি ইয়েন, জোনাথন মেজরস, প্রমুখও উপস্থাপক হিসেবে থাকবেন।

শুক্রবার সকালে বিবেক টুইট করে লেখেন, 'দ্য কাশ্মীর ফাইলস নিয়ে যখন আমেরিকা যাচ্ছিলাম তখন সেদেশের নাগরিকদের থেকে ব্যাপক সাড়া পাই। আসলে আমি যেমনটা বলে থাকি। এখন সবাই নিজেদের ছাপ ভারতে রাখতে চাইছে, আসলে এটি অন্যতম আকর্ষণীয় এবং বাড়তে থাকা একটি মার্কেট। এই বছরটা ভারতীয় ছবির।' এরপর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, 'আচ্ছে দিন।'

<p>বিবেকের আজকের টুইট</p>

বিবেকের আজকের টুইট

উল্লেখযোগ্য এর আগে বিবেক দুবার দীপিকাকে কটাক্ষ করেছিলেন। দিল্লির জেএনইউ ক্যাম্পাসে যখন অভিনেত্রী ছাত্রদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন বিবেক তাঁকে উদ্দেশ্য করে অনেক বাঁকা মন্তব্য করেন।

২০২০ সালে একটি টুইট করে পরিচালক লেখেন, 'ফক্স স্টুডিও ইন্ডিয়ার তরফে একজন আমায় ফোন করেছিলেন। আমি ভাবতে পারিনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে টুকরে টুকরে গ্যাংয়ের সম্পর্ক আছে। ওরা আমায় জিজ্ঞেস করছিল এখন যদি ছবিটা না চলে তাহলে উত্তর কে দেবে? আমি ওদের বলেছিলাম দীপিকাকে বলো নির্ভয়ার বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়াতে। কিন্তু সে শেষ পর্যন্ত জেএনইউতে যায়, কারণ তখন ওটা ট্রেন্ডিং ছিল। এখন বুঝুন তাহলে সবটা কীভাবে চলে।'

<p>বিবেকের পুরনো টুইট</p>

বিবেকের পুরনো টুইট

তবে এই বছরটা সত্যি ভারতীয় ছবির জন্য গর্বের। কারণ এই বছর তিনটি ভারতীয় ছবি মনোনীত হয়েছে অস্কারের জন্য। আর আর আর ছবিটি নাটু নাটু গানের জন্য সেরা অরিজিন্যাল গান বিভাগে মনোনীত হয়েছে। অন্যদিকে শৌনক সেনের অল দ্যাট ব্রিদজ সেরা তথ্যচিত্র ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে। এবং গুনীত মোঙ্গার দ্য এলিফ্যান্ট হুইস্পার্স সেরা তথ্যচিত্র শর্ট বিভাগে মনোনয়ন পেয়েছে।

বন্ধ করুন