বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivek Agnihotri-Anupam Kher: বাবার নামেই নিজেকে বদলে ফেলেন অনুপম খের, কিন্তু কেন? ফাঁস করেন বিবেক অগ্নিহোত্রী

Vivek Agnihotri-Anupam Kher: বাবার নামেই নিজেকে বদলে ফেলেন অনুপম খের, কিন্তু কেন? ফাঁস করেন বিবেক অগ্নিহোত্রী

বিবেক অগ্নিহোত্রী-অনুপম খের

‘যখন আমি মুম্বইতে প্রথম আসি, তখন কেরিয়ায় খের সাহেবের কোম্পানিতে শুরু করেছিলাম। খের সাহেব তো অফিসে বেশি থাকতেন না, যিনি থাকতেন তিনি হলেন ওঁর বৃদ্ধ বাবা পুষ্করনাথ খের। ভীষণ ভালো ছাপোষা মানুষ ছিলেন উনি। তাই অনুপম খেরকে যখন ওঁর চরিত্রটার বর্ণনা করছিলাম, আমার ওঁর বাবার নামই মাথায় আসছিল।’

রবিবার জি সিনে অ্যাওয়ার্ডস (ZeeCineAwards) ২০২৩-এর মঞ্চ, সেখানেই সেরা অভিনেতার শিরোপা জিতে নেন অনুপম খের, সৌজন্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এই ওয়েব সিরিজটির জন্যই আর সেরা পরিচালকের শিরোপা পান বিবেক অগ্নিহোত্রী। অনুষ্ঠান মঞ্চে অনুপমকে সামনে পেয়ে জড়িয়ে ধরেন বিবেক। ফাঁস করেন কেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ অনুপম খেরের নাম দেওয়া হয়েছিল পুষ্করনাথ পণ্ডিত!

পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানান, পুষ্করনাথ নামটি বাস্তবে অনুপম খেরের বাবার নাম। তা নিজের বাবার নামটিই ওয়েব সিরিজে কেন দেওয়া হয়েছিল অনুপম খেরকে? এ প্রসঙ্গেই স্মৃতির পাতা থেকে বিবেক জানান, খন আমি মুম্বইতে প্রথম আসি, তখন কেরিয়ায় খের সাহেবের কোম্পানিতে শুরু করেছিলাম। খের (অনুপম খের) সাহেব তো অফিসে বেশি থাকতেন না, যিনি থাকতেন তিনি হলেন ওঁর বৃদ্ধ বাবা পুষ্করনাথ খের। ভীষণ ভালো ছাপোষা মানুষ ছিলেন উনি। ওঁর সঙ্গে কথা হত প্রায়ই। তাই অনুপম খেরকে যখন ওঁর চরিত্রটার বর্ণনা করছিলাম, আমার ওঁর বাবার নামই মাথায় আসছিল।তাই ঠিক করি চরিত্রের জন্য এই নামটিই রাখব।

ZeeCineAwards ২০২৩-এর মঞ্চের সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুপম খের লেখেন, ‘ট্রফি হস্তান্তরের আগে, আমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী ব্যাখ্যা করেছেন কীভাবে আমরা চরিত্রের জন্য পুষ্করনাথ নামটি ঠিক করেছিলাম।’ ভিডিয়োর নিচে এক নেটিজেন মন্তব্য করেন, ‘অভিনন্দন স্যার। আপনি এর যোগ্য'। অন্য আরও একজন লেখেন, ‘আপনি এই পুরস্কারের যোগ্য!! বরাবরের মতোই উল্লেখ করা হয়েছে যে, আপনি বাকিদের থেকে অনেক বেশি এগিয়ে, উনিও আপনাকে আপনার নিজের জায়গায় শীর্ষে রেখেছেন।’

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ উঠে এসেছে ১৯৯০ সালে-এর দশকে রাজ্য থেকে কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর থেকে একপ্রকার বাধ্য হয়েই পালিয়ে যান। এই সিরিজে অনুপম খের ছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশী এবং দর্শন কুমার। জি সিনে অ্যাওয়ার্ডে, ছবিটি একাধিক পুরস্কার জিতেছে বলে জানা যাচ্ছে।

বন্ধ করুন