একটা সময় বলিউডের আলোচিত কপল ছিলেন জন-বিপাশা। তাঁরা যেন আক্ষরিক অর্থেই ছিলেন, ‘এক জিসম দো জান’। জিসম ছবির সেটেই কাছাকাছি আসা। দিনো মরিয়ার সঙ্গে ব্রেকআপের পর বঙ্গললনা বিপাশা মন দেন সুপারমডেল জন আব্রাহামকে। শুধু প্রেম নয়, লিভ ইনে ছিলেন দুজনে। দীর্ঘ আট বছরের সহবাস সম্পর্ক আচমকাই ভেঙে যায়।
বলিউডের অন্যতম চর্চিত ব্রেকআপ ছিল এটি। ‘ধন ধনা ধন ধন গোল’ ছবির বিল্লো রানি গানে বিপাশা বসু এবং জন আব্রাহামের মধ্যে সিজলিং অনস্ক্রিন রসায়ন আজও ভোলেনি দর্শক। তবে জানলে অবাক হবেন, এই গানের শ্যুটিংয়ের দিন কয়েক আগেই সম্পর্ক ভাঙেন তাঁরা। সম্প্রতি পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ফাঁস করেছেন যে চাপা উত্তেজনার মাঝেই শ্যুটিং সেরেছিলেন তিনি।
এক্স হ্যান্ডেলে গানটির একটি ক্লিপ রিপোস্ট করে বিবেক লিখেছেন, 'এই গানটির একটা ইতিহাস আছে। প্রযোজকরা তা চাননি। জাভেদ সাব 'বিল্লো রানি'র বিরুদ্ধে ছিলেন, কাওয়ালি স্টাইল নিয়ে নিশ্চিত ছিলেন না প্রীতম। এর মাত্র কয়েকদিন আগে জন এবং বিপাশার ব্রেক আপ হয়েছিল তাই প্রচুর সমস্যা ছিল'।
তিনি আরও বলেন, ‘কিন্তু একমাত্র প্রয়াত সরোজ খান আমার ওপর আস্থা রেখেছিলেন। তিনি বলেছিলেন যে এটি সবচেয়ে বড় হিট হয়ে উঠবে এবং সেটা ঘটেছে। প্রীতম, জাভেদ সাব এবং সরোজজিকে বড় স্যালুট’।
২০১১ সালের চলচ্চিত্র, ধন ধনা ধন গোল ছবির গানটি জন-বিপাশা ছাড়াও আরশাদ ওয়ারসি এবং বোমান ইরানির উপরও চিত্রায়িত হয়েছিল। গানটি গেয়েছিলেন আনন্দ রাজ আনন্দ, রিচা শর্মা এবং সংগীত পরিচালনা করেছেন প্রীতম। গানের কথা লিখেছেন জাভেদ আখতার।
প্রাক্তন জুটি জন-বিপাশা
বিপাশা এবং জনের রোম্যান্সের শুরু ২০০৩ সালের জিসম ছবির সেটে। প্রায় এক দশকের দীর্ঘ প্রেমের পর বিপাশা ও জন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তাদের বিচ্ছেদের সঠিক কারণ আজও অজানা।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপাশা বলেছিলেন, ‘বিচ্ছেদ অবশ্যই বন্ধুত্বপূর্ণ ছিল না’। জন একটি সাক্ষাত্কারে দাবি করেছিলেন যে এটি ‘খুব বন্ধুত্বপূর্ণ ছিল এবং এতে কুৎসিত কিছুই ছিল না’। বিচ্ছেদের পর কখনও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দেখা যায়নি দুজনকে।
বর্তমানে বিপাশা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন, যার সাথে তার একটি কন্যা সন্তান রয়েছে, দেবী। ওদিকে জন আব্রাহাম বিয়ে করেছেন প্রিয়া রুঞ্চালকে। গ্ল্যামার জগতের সঙ্গে কোনও সম্পর্ক নেই প্রিয়ার। এই দম্পতি নিঃসন্তান।