পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর আসন্ন চলচ্চিত্রের জন্য নাম পরিবর্তনের ঘোষণা করেছেন, যা আগে দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার নামে পরিচিত ছিল। পরিচালক তার চলচ্চিত্র সম্পর্কে আপডেট ভাগ করে নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার পথ নিয়েছেন। কী নাম রাখলেন তিনি ছবির?
তুন নাম পেল বিবেক অগ্নিহোত্রীর ছবি
মঙ্গলবার বিবেক অগ্নিহোত্রী এই আপডেট শেয়ার করার জন্য এক্স, যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে ছবির একটি পোস্টার শেয়ার করে লেখেন, ‘বড় ঘোষণা: দ্য দিল্লি ফাইলস এখন দ্য বেঙ্গল ফাইলস। টিজার আসছে বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, দুপুর ১২টায়। ৫ সেপ্টেম্বর ২০২৫ এ মুক্তি পাচ্ছে বড় পর্দায়’। পোস্টারে দেখা যাচ্ছে, ছবির পুরো নাম 'দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ'। আগে এর নাম ছিল 'দ্য দিল্লি ফাইলস- দ্য বেঙ্গল চ্যাপ্টার'। নাম বদলের কারণ জানাতে গিয়ে বিবেক বলেন, ‘প্রথম এবং প্রধান কারণ হল ছবিটি বাংলা সম্পর্কিত। আমরা যখন প্রকল্পটি তৈরি করতে শুরু করি, তখন আমরা ভেবেছিলাম যে আমরা দিল্লি ফাইলস নামে একটি চলচ্চিত্র এবং দ্বিতীয়টি বেঙ্গল চ্যাপ্টারের আদলে দুটি অংশের প্রকল্প করব। কিন্তু তারপর লোকে লিখতে শুরু করল এবং আমাকে এটাকে বেঙ্গল ফাইলস বানাতে বলল। তারপরে আমিও একটু গুণে দেখলাম যে ৯৯ জন আমাকে শিরোনাম পরিবর্তন করতে বলেছেন। তখনই আমার মনে হয়, কমিউনিকেশনে আটকে যাব কেন... এখন, এটি আরও অর্থবহ হয়ে উঠল।’ এবার দ্বিতীয় ছবিতেও নাম বদল হবে বলে জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, ‘দ্বিতীয় পর্বের টাইটেলটাও বদলাতে হবে। তবে প্রথম অধ্যায় প্রকাশের পর আমরা সেটা দেখতে পাব।’
চলচ্চিত্রটি সম্পর্কে আমরা কী জানি
মনে করা হচ্ছে যে বিবেকের চলচ্চিত্রটি হিন্দু গণহত্যা নিয়ে অনুসন্ধান করবে এবং ১৯৪০-এর দশকে বাংলায় নেওয়া রাজনৈতিক সিদ্ধান্তের সুদূরপ্রসারী পরিণতিগুলি অন্বেষণ করবে। বিবেক পরিচালিত এবং অভিষেক আগরওয়াল ও পল্লবী জোশী যৌথভাবে প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী এবং গোবিন্দ নামদেব। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।