বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দিল্লি ফাইলস মুক্তি পেতে চলেছে শীঘ্রই। ইতিমধ্যেই তিনি কাশ্মীর ফাইলস, দ্য ভ্যাকসিন ওয়ার, ইত্যাদি ছবির হাত ধরে খ্যাতি অর্জন করেছেন। এবার পালা দিল্লি ফাইলসের। এই ছবির বিষয়বস্তু বাংলার বিভিন্ন ঘটনা। কিন্তু নামে দিল্লির উল্লেখ কেন বাংলার বদলে এবার সেটাই খোলসা করলেন তিনি।
দিল্লি ফাইলস নিয়ে কী জানালেন বিবেক?
আগামী বছরের ১৫ অগস্ট মুক্তি পাবে দ্য দিল্লি ফাইলস। এখন সেই ছবির কাজ নিয়েই ব্যস্ত বিবেক। দিল্লি ফাইলসের হাত ধরে একটা ট্রিলজি যেন শেষ হবে। আর সেই ট্রিলজির বাকি দুই ভাগ হল, দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য তাসকেন্ত ফাইলস। কিন্তু দিল্লি ফাইলসের নাম দিল্লি ফাইলস কেন রাখলেন তিনি সেটাই ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: স্ত্রী ২ - ভেড়িয়ার পর এবার অমর কৌশিকের পরিচালনায় অ্যাডভেঞ্চার ছবি! অভিনয়ে শাহরুখ?
ছবির বিষয়বস্তু ডিরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালি ঘটনার উপর ভিত্তি করে বানানো হচ্ছে। এদিকে ছবির নাম দিল্লি ফাইলস। এই বিষয়ে বিবেক বলেন, 'চাইলে ছবির নাম বেঙ্গল ফাইলস রাখতে পারতাম। বাংলার রাজনীতি কীভাবে ভারতের ভাগ্য নির্ধারণ করেছে সেটাই দেখাবে এই ছবি। কিন্তু তারপর দিল্লি ফাইলস এই জন্যই রাখলাম কারণ প্রাথমিক ভাবে ভারতের ভাগ্য দিল্লিতেই নির্ধারিত হয়।' তাঁর মতে ১৯৪০ সালে দিল্লিতে যেটা ঘটেছে সেটার ফল ভোগ করছে বাংলা।
জানা গিয়েছে এই দিল্লি ফাইলস ছবিটি দুই ভাগে বেরোবে। প্রথম ভাগটি দ্য বেঙ্গল চ্যাপ্টার নাম দিয়ে বেরোবে। আগামী বছরের ১৫ অগস্ট মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি
আরও পড়ুন: উৎসবে 'না', এদিকে পুজো নিয়ে কনটেন্ট বানাচ্ছেন বং গাই! কিরণকে তুলোধোনা তৃণমূল ছাত্র নেত্রীর