বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivek Agnihotri: ‘জনগণের করের টাকায় দেখনদারি’! ওয়াই প্লাস নিরাপত্তায় মর্নিং ওয়াক, ট্রোলড বিবেক

Vivek Agnihotri: ‘জনগণের করের টাকায় দেখনদারি’! ওয়াই প্লাস নিরাপত্তায় মর্নিং ওয়াক, ট্রোলড বিবেক

ওয়াইপ্লাস নিরাপত্তা নিয়ে মর্নিং ওয়াক করার ভিডিয়ো টুইটারে দিয়ে ট্রোলড বিবেক অগ্নিহোত্রি।

কাশ্মীর ফাইলস পরিচালককে ওয়াই প্লাস নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই ভিডিয়ো পোস্ট করেই ট্রোলের মুখে পড়তে হল পরিচালক বিবেক অগ্নিহোত্রিকে। 

নিজের মর্নিং ওয়াকের ছবি শেয়ার করেছেন বলিউডের পরিচালক বিবেক অগ্নিহোত্রি। যা দেখে চোখ আপনার কপালে উঠবেই। আসলে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে সকালে হাঁটতে বেরিয়েছে দ্য কাশ্মীর ফাইলস পরিচালক। দাবি কাশ্মীরের পণ্ডিতদের হত্যা ও বাস্তুচ্যুত করার নির্মম সত্যি তুলে ধরার কারণেই আজ তাঁর এই হাল।

টুইটারে ভিডিয়ো শেয়ার করে বিবেক লিখলেন, ‘কাশ্মীরের হিন্দুদের গণহত্যা দেখানোর মূল্য চোকাতে হচ্ছে একটি হিন্দুপ্রধান দেশে। বাক স্বাধীনতার কথা বলে আবার সবাই!’ হ্যাশট্যাগে বিবেক জুড়েছেন ‘Imprisoned in own country’ (নিজের দেশে বন্দী) এবং ‘Fatwa’ (ফতেয়া)।

তবে বিবেকের শেয়ার করা এই ভিডিয়ো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া টুইটারে। একাধিকজন তাঁদের দেওয়া করের টাকা নষ্ট হচ্ছে এভাবে বলে হা-হুতাশ করেছেন। একজন কমেন্ট করেন, ‘হায় আমার ট্যাক্সের টাকা’! অপরজন লিখলেন, ‘দেশের উন্নতিতে না লাগিয়ে এভাবে দেশের টাকা নষ্ট করা হচ্ছে। সত্যি ভারতীয় হিসেবে লজ্জা লাগে আজকাল।’ কারও মতে বিবেক ‘দেখদারি’ করতেই এই পোস্টখানা করেছেন।

মার্চ মাসে ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পাওয়ার পর ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল বিবেক অগ্নিহোত্রিকে। যেখানে তাঁকে ঘিরে থাকবে ৪-৫জন বন্দুকধারী কম্যান্ডো। এই ছবিটি ২০২২ সালের বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জকারী সিনেমা, যা গোটা বিশ্বে ৩৫০ কটির ব্যবসা করেছে। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশি।

প্রসঙ্গত, বিবেক ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তাঁর পরের ছবি ‘দ্য ভাক্সিন ওয়ার’। ২০২৩ সালের ১৫ অগস্ট এই সিনেমার মুক্তি পাওয়ার কথা। আর এই সিনেমার আরেক অভিনবত্ব হল মোট ১১টি ভাষায় মুক্তি পাবে ‘দ্য ভাক্সিন ওয়ার’।

 

বন্ধ করুন