বাংলা নিউজ > বায়োস্কোপ > কাশ্মীর ফাইলস-এ লতাকে লোকসংগীত গাওয়ার অনুরোধ করেছিলেন, কী জবাব পেয়েছিলেন বিবেক?

কাশ্মীর ফাইলস-এ লতাকে লোকসংগীত গাওয়ার অনুরোধ করেছিলেন, কী জবাব পেয়েছিলেন বিবেক?

'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে গান গাওয়ার জন্য লতা মঙ্গেশকর-এর সঙ্গে যোগাযোগ করেছিলেন বিবেক অগ্নিহোত্রী।

'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে গান গাওয়ার জন্য লতা মঙ্গেশকর-এর সঙ্গে যোগাযোগ করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস'। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ফাঁস করলেন যে এই ছবিতে একটি গান গাওয়ার জন্য প্রয়াত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর-কে অনুরোধ করেছিলেন তিনি।

ETimes-কে দেওয়া ওই সাক্ষাৎকারে বিবেক জানান যে গত বছরই তিনি লতার সঙ্গে যোগাযোগ করেছিলেন এই ছবিতে গান গাওয়ার ব্যাপারে। বিবেকের কথায়, 'এই ছবির গল্প যেহেতু অত্যন্ত মর্মান্তিক ও মর্মস্পর্শী, তাই এই ছবিতে কোনও গান রাখা হয়নি। তবে একইসঙ্গে এই ছবি কিন্তু কাশ্মীরি পণ্ডিত ও সেই সময়ে কাশ্মীরে হওয়া গণহত্যায় মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। তবে এই ছবিতে একটি গান ব্যবহার করার কথা ভেবেছিলাম। এক কাশ্মীরি লোকসংগীত শিল্পীর গাওয়া একটি গানও রেকর্ড করেছিলাম। ইচ্ছে ছিল, তা লতা দিদি কে দিয়ে গাওয়ানো। যদিও তিনি বহু বছর ধরে সিনেমায় গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন।'

এরপর বিবেকের দাবি,' তবে কাশ্মীর লতাজির অত্যন্ত প্রিয় ছিল এবং পলবী যোশি-কেও যেহেতু তিনি দারুণ স্নেহ করতেন তাই সেই গান গাইতে রাজি হয়েছিলেন উনি। বলেছিলেন, করোনার এই আবহ কেটে গেলে অবশ্যই গাইবেন তিনি। স্টুডিওতেও করোনার জন্য যাওয়ার উপায় ছিল না তাঁর। তাই আমরা ঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তারপর তো আমাদের ছেড়ে চলেই গেলেন লতাদিদি। ওঁর সঙ্গে কাজ করাটা স্বপ্নই থেকে গেল।'

বন্ধ করুন