ছবির নামের অর্থ আদৌ জানেন? 'ব্রহ্মাস্ত্র'-এর নির্মাতাদের দিকে এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
চলতি বছরে সাফল্যের মুখ দেখেছেন বিবেক। তাঁর 'দ্য কাশ্মীর ফাইলস' ২০০ কোটিরও বেশি ব্যবসা করেছে বক্স অফিসে। কিন্তু ৪০০ কোটির বাজেটের 'ব্রহ্মাস্ত্র' মুক্তির ঠিক আগেই একাধিক প্রশ্ন তুলে দিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক বলেন, 'ওঁরা 'ব্রহ্মাস্ত্র' কথাটির মানে জানে? ওঁরা অস্ত্রভার্সের কথা বলছেন। কিন্তু সেটা কী? এমন একজন ছবিটি পরিচালনা করেছেন, যিনি ব্রহ্মাস্ত্র শব্দটিই ঠিক করে উচ্চারণ করতে পারেন না।'
কটাক্ষের পর এসেছে প্রশংসাও। বিবেক জানান, তিনি অয়নের জন্য চিন্তিত। তাঁর কথায়, 'অয়ন খুবই ভালো পরিচালক। ওঁর 'ওয়েক আপ সিড' আমার খুব ভালো লেগেছিল। দ্বিতীয় ছবিটিও বেশ হয়েছিল। আমি চাই উনি আরও ভালো ছবি তৈরি করুন। একজন মা যেমন তাঁর সন্তানের জন্য চিন্তা করেন, আমিও সে রকমই করছি। খুবই হতাশ লাগছে।'
এখানেই থেমে যাননি বিবেক। ছবির প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে এলজিবিটিকিউ সম্প্রদায়কে নিয়ে 'ব্যঙ্গ' করার অভিযোগ এনেছেন তিনি। পরিচালক বললেন, 'ওঁরা এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য কাজ করার কথা বলেন। কিন্তু ওঁরাই আবার সেই সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা করেন। কেন করণ ওঁর ছবিতে এলজিবিটিকিউ সম্প্রদায়কে নিয়ে ব্যঙ্গ করেন? কেন?'
(আরও পড়ুন: এই বিশেষ কারণে নিজের নামের সঙ্গে কাপুর জুড়তেই হল আলিয়াকে, ফাঁস করলেন নায়িকা!)
৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। এই প্রথম পর্দায় জুটি বেঁধেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। দু'জনের রসায়ন চাক্ষুষ করতে মুখিয়ে অনুরাগীদের একটা বড় অংশ। তাঁদের সঙ্গেই এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো অভিনেতারা।
(আরও পড়ুন: আলিয়ার জীবনের ‘আলো’ রণবীর, ইতালিতে স্বামীর হেলেদুলে নাচের ভিডিয়ো শেয়ার নায়িকার)