ঘোষণা করা হয়েছিল আগেই। এবার প্রজাতন্ত্র দিবসের দিন বিবেক অগ্নিহোত্রী তাঁর আগামী ছবি দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার ছবির মুক্তির দিন ঘোষণা করলেন। একই সঙ্গে প্রকাশ্যে আনলেন ছোট্ট ঝলক। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুন: অক্ষয়ের দাপটে একঘরে কঙ্গনার ছবি! দুদিনেই ৩০ কোটি টপকে গেল স্কাইফোর্স, কী হাল ইমারজেন্সির?
কী ঘোষণা করলেন বিবেক অগ্নিহোত্রী?
এদিন বিবেক অগ্নিহোত্রী তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োর সঙ্গে বিবেক অগ্নিহোত্রী ক্যাপশনে লেখেন, 'ভারতের সংবিধানকে শ্রদ্ধার্ঘ্য দ্য দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টারের নির্মাতাদের তরফে। এই স্বাধীনতা দিবসে সাক্ষী থাকুন এক দুর্দান্ত অজানা গল্পের। গোটা বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সেদিন ছবিটি।' সঙ্গে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন 'বেঁচে থাকার অধিকার।'
কী দেখা গেল দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার ছবির টিজার
দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার ছবির টিজারে দেখা গেল একটা লম্বা করিডোর দিয়ে হেঁটে আসছেন 'বৃদ্ধ' মিঠুন চক্রবর্তী। সঙ্গে আওড়াচ্ছেন ভারতের সংবিধানের প্রস্তাবনা। কিন্তু তাঁর অর্ধেক কথা বোঝা যাচ্ছে না। জড়িয়ে যাচ্ছে। জামা কাপড়ের ছিন্নভিন্ন দৈন্য দশা, মাথা ভর্তি পাকা চুল উস্কোখুস্কো। মুখ ভর্তি পাকা দাড়ি। জিভও পোড়া তাঁর। আর সেই জন্যই কথা বলতে গিয়ে সব কথা জড়িয়ে যাচ্ছে তাঁর। ভিডিয়োর শেষে দেখা যায় তিনি একটি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়েন। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে তাঁর উপর দিয়ে ঝড় বয়ে গেছে। কিন্তু কী সেটা স্পষ্ট নয়।
দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার ছবি প্রসঙ্গে
ছবিটির পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার ছবিটিতে উঠে আসবে ভারতের ইতিহাসের এক অজানা দিক। এই ছবিটির প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল এবং পল্লবী যোশী। ২০২৫ এর ১৫ অগস্ট মুক্তি পাবে ছবিটি। মিঠুনের পাশাপাশি অনুপম খেরও থাকতে পারেন এই ছবিতে।