বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivek Agnihotri on The Kashmir Files: ‘সিনেমা করা ছেড়ে দেব! চ্যালেঞ্জ রইল…’, এবার ‘কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে সরব বিবেক

Vivek Agnihotri on The Kashmir Files: ‘সিনেমা করা ছেড়ে দেব! চ্যালেঞ্জ রইল…’, এবার ‘কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে সরব বিবেক

বিবেক অগ্নিহোত্রী

Vivek Agnihotri on The Kashmir Files Controversy: গোয়ায় আয়োজিত হওয়া আন্তর্জতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেই প্রসঙ্গে এবার বক্তব্য রাখলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে মারাত্মক বিতর্ক শুরু হল ইজরায়েলের চলচ্চিত্র নির্মাতা এবং উৎসবের জুরি নাদাভ লাপিডের এক মন্তব্যকে কেন্দ্র করে। সেখানে তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’কে একটি অশ্লীল, এবা প্রোপাগান্ডা-মূলক ছবি বলে মন্তব্য করেন। তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে একহাত নিয়েছিলেন ভারতে সে দেশের রাষ্ট্রদূত নায়োর গিলন। তার পরে বিষয়টি নিয়ে মন্তব্য করেন অনুপম খের। এবার সেই প্রসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

বিবেক অগ্নিহোত্রী এর আগে নাদাভ লাপিডের বক্তব্যের জবাবে একটি টুইট করেছিলেন। এবার একটি ভিডিয়ো প্রকাশ করে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োতেবিবেক বলেছেন, ‘গতকাল গোয়াতে একজন জুরি চেয়ারম্যান বলেছেন যে, কাশ্মীর ফাইলস একটি প্রোপাগান্ডা-মূলক এবং অশ্লীল ছবি। এটা আমার জন্য নতুন কিছু নয়। সব সন্ত্রাসবাদী সংগঠন,আরবান নকশাল এবং যারা ভারতকে টুকরো টুকরো করতে চায়, তারা সব সময়ই এই ধরনের কথা বলে আসছে।

এর পরে তিনি বলেন, ‘আমার কাছে খুবই আশ্চর্যের বিষয় হল যে, ভারত সরকার কর্তৃক আয়োজিত এবং ভারত সরকারের প্ল্যাটফর্মে এমন কথা কেউ বললেন। কাশ্মীরকে ভারত থেকে যাঁরা আলাদা করতে চায়, এমন মানুষের কথার সমর্থন করা হয়েছে এখানে। এর পরে অনেক ভারতীয় সেই কথাটি নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে। ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে কথাটি। এরা কারা? চার বছর আগে আমি কাশ্মীরের ফাইলস নিয়ে গবেষণা শুরু করার পর থেকে এই লোকজনই এটাকে প্রোপাগান্ডা বলে আসছে।’

এর পরেই তোপ দাগেন তিনি।বলেন, তিনি এই ছবিটি তৈরি করতে ৭০০ জনের সাক্ষাৎকার নিয়েছেন। ‘আজ আমি বিশ্বের সমস্ত বুদ্ধিজীবী এবং আর্বান নকশালদের চ্যালেঞ্জ জানাচ্ছি,আমি ইজরায়েল থেকে আসা মহান চলচ্চিত্র নির্মাতাকেও চ্যালেঞ্জ জানাচ্ছি যে তাঁরা একটি শট, একটি সংলাপ,কাশ্মীর ফাইলসের একটি ঘটনা মিথ্যা বলে প্রমাণ করে দিতে পারেন, তাহলে আমি সিনেমা বানানো ছেড়ে দেব।

প্রসঙ্গত কান চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার জয়ী খ্যাতনামা ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিডে এই উৎসবে এসে মন্তব্য করেছিলেন, ‘আমরা সাতটি ছবি দেখেছি ডেবিউ কম্পিটিশনে,এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগে ১৫টি ছবি দেখেছি— যা এই ফেস্টিভ্যালের মূল আকর্ষন। ১৫টির মধ্যে ১৪টি ছবির মধ্যে সিনেম্যাটিক কোয়ালিটি ছিল, ত্রুটিও ছিল এবং তা নিয়ে একটা গঠনমূলক আলোচনাও হয়েছে’। কিন্তু তাল কাটে বিবেক অগ্নিহোত্রীর ছবি ঘিরেই। পরিচালক বলেন, ‘আমরা প্রত্যেকে খুব অস্বস্তিবোধ করেছি,হতবাক হয়েছি ১৫ নম্বর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে। সকলের কাছেই এটি একটি অশ্লীল প্রোপাগান্ডা ছবি বলে বিবেচ্য হয়েছে।’ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং কেন্দ্রীয় তত্য-সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগানের উপস্থিতিতেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে তোপ দাগেন ইফির জুরি চেয়ারম্যান।

বায়োস্কোপ খবর

Latest News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি?

Latest IPL News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.