বেশ কিছু মাস ধরে ফের আরও একবার খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন বিবেক ওবেরয়। সিনেমার পাশাপাশি ব্যবসায় হাত পাকিয়েছেন তিনি। ব্যবসা এবং অভিনয় করে আজ তিনি প্রায় ৩৪০০ কোটি টাকার মালিক, যা বলিউডের প্রথম সারির অভিনেতাদেরকেও হার মানিয়ে দেয়।
বলিউডে বিবেকের কেরিয়ার ধ্বংস হওয়ার প্রধান কারণ ছিল অভিনেতার প্রেম জীবন। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন তিনি। পরবর্তীকালে সেই প্রেম সফল হল না তো বটেই, উল্টে সলমন খানের সঙ্গে সমস্যা তৈরি হয়ে যায় বিবেকের যার ফলে অভিনয় কেরিয়ার প্রায় ধ্বংস হয়ে যায়।
আরও পড়ুন: ইউভান-ইয়ালিনি আর ‘প্রথম সন্তান’কে নিয়ে ক্রিসমাস সেলিব্রেশন শুভশ্রীর, সঙ্গী রাজ
আরও পড়ুন: ২০ নাকি ৪০ না ১৫ হাজার, কলকাতায় ভালোভাবে বাঁচতে কত টাকা প্রয়োজন? কী বলছে নাগরিকরা?
সম্প্রতি ইন্ডিয়া টিভির সঙ্গে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের প্রেম এবং বিবাহ জীবন নিয়ে কথা বলেন বিবেক। বিবেক জানান, প্রথম থেকেই বিয়ে নিয়ে আপত্তি ছিল তাঁর। পরিবারের অন্য সদস্যদের নিয়ে বেশ ভালই ছিলেন তিনি। যদিও পরবর্তীকালে বাবা মায়ের জোরাজুরিতে ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
বিবেক আরও বলেন, ‘আমার গার্লফ্রেন্ড খুব কম ছিল। যদিও বন্ধু ছিল অনেকেই। পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম বেশিরভাগ সময়। তবে কলেজে পড়ার সময় এমন একটা ঘটনা ঘটে, যার ফলে পরবর্তী সময়ে সিরিয়াস রিলেশনশিপে যেতে ভয় করত আমার।’
বিবেক বলেন, ‘স্কুলে একটি মেয়েকে খুব ভালবাসতাম। হঠাৎ করেই ক্যানসার ধরা পড়ায় সে মারা যায়। এই ঘটনা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আমি যাকে ভালবেসেছি, যখন ভালোবেসেছি, তখন মন থেকেই ভালোবেসেছি। আমার ভালোবাসা নিয়ে আমি সবসময় সৎ ছিলাম। কারোর সঙ্গে প্রতারণা করিনি কখনও।’
আরও পড়ুন: ‘নিজেকে শেষ করতে গিয়েছিলাম’,কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বিধু বিনোদ চোপড়া?
আরও পড়ুন: ‘কাজ পাব তো?’ কেরিয়ারের শুরুতে উচ্চতা নিয়ে কেন সংশয় তৈরি হয়েছিল আমিরের মনে! কেন?
স্ত্রী প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা আমাকে ভীষণ বোঝে। আমার অনেক বন্ধুর বিয়েতে আমি যোগদান করেছি কিন্তু ও কখনও কোনদিন কিছু বলেনি। আমার অতীত সম্পর্কে কখনও কোনও জিজ্ঞাসা ছিল না ওর। আমি সত্যি ভীষণ লাকি মনে করি নিজেকে।’
প্রসঙ্গত, রোহিত শেট্টি পরিচালনায় ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন বিবেক। এই সিনেমায় বিবেক ছাড়াও অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং শিল্পা শেট্টি। অ্যামাজন প্রাইম ভিডিয়োয় এই সিনেমাটি দেখতে পাবেন আপনি।