বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivek Oberoi: নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন বিবেক! সুশান্তের মৃত্যু নাড়িয়ে দেয় 'সাথিয়া' তারকাকে

Vivek Oberoi: নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন বিবেক! সুশান্তের মৃত্যু নাড়িয়ে দেয় 'সাথিয়া' তারকাকে

আত্মহত্যার ভাবনা ঘিরে ধরেছিল বিবেককে

মানসিক অবসাদ ঘিরে ধরেছিল বিবেক ওয়েরয়কে। আত্মহত্যার ভাবনা এসেছিল মাথায়, স্ত্রী প্রিয়াঙ্কা না থাকলে শেষ হয়ে যেতেন, বিস্ফোরক স্বীকারোক্তি বিবেকের। 

‘কোম্পানি’ ছবির সঙ্গে বলিউডে ড্রিম ডেবিউ সেরেছিলেন বিবেক ওবেরয়। কিন্তু ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান এই অভিনেতা। ঐশ্বর্যর সঙ্গে তাঁর চর্চিত প্রেম, এবং সলমন খানের সঙ্গে ‘পাঙ্গা’ কারুর অজানা নয়। এমনটাও রটে ছিল ভাইজানের জন্যই নাকি তলিয়ে গিয়েছে বিবেকের কেরিয়ার। নিজের স্ট্রাগল নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং ‘সাথিয়া’ তারকা। অভিনেতা জানান, একটা সময় ডিপ্রেশন ঘিরে ধরেছিল তাঁকে, নেতিবাচক চিন্তাভাবনায় ভরে গিয়েছিল মন। সেইসময় পরিবারই তাঁকে অন্ধকার থেকে বার করে এনেছিল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে নিজেকে একাত্ম করতে পেরেছেন তিনি, জানান বিবেক। 

টেলিভিশনের সফল নায়ক, বলিউডেও নিজের স্থান পাকা করেছিলেন সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের জুন মাসে আচমকাই অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সুশান্তের মৃত্যু মামলা এখনও সিবিআইয়ের অধীনস্থ। যদিও ‘আত্মহত্যা’ই করেছেন সুশান্ত, এমনটা শুরুতে জানিয়েছিল মুম্বই পুলিশ। বিবেকও নিজেকে শেষ করে দেওয়ার কথাই ভেবেছিলেন, তবে চরম সিদ্ধান্ত নিতে নিতেও শেষমেষ রক্ষা পান তিনি। এর পুরো কৃতিত্বই স্ত্রী প্রিয়াঙ্কা আলভাকে দিলেন বিবেক।

কিন্তু দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে যায়। তার পুরো কৃতিত্ব স্ত্রী প্রিয়ঙ্কা আল্‌ভাকে দিতে চান অভিনেতা। আর জানান, পরিবার পাশে ছিল বলেই চরম সিদ্ধান্ত শেষমেশ নিতে পারেননি।

ব্যর্থ কেরিয়ার বোঝা হয়ে ওঠেছিল বিবেকের কাছে। চারিপাশের চাকচিক্য তাঁকে গিলতে এসেছিল। বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে বিবেক বলেন, ‘ইন্ডাস্ট্রি নির্মম জায়গা। সব সময় তোমাকে মেরে ফেলতে চাইবে। টিকে থাকাটাই যেন চ্যালেঞ্জ।’ অভিনেতা বলেন, ‘প্রতি মুহূর্তে মনে হত, এখানেই সব থেমে যাক। আমার চারপাশে এতো নেগেটিভিটি চলছিল, মনে হত শেষ হয়ে যাব, আবার কখনও মনে হত আমাকে শেষ করার চক্রান্ত চলছিল। মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম। প্রিয়াঙ্কার জন্যই একটু একটু করে আমি ঘুরে দাঁড়াতে সফল হই।’

বিবেক আরও বলেন, অন্ধকারটা খুব কাছ থেকে দেখেছেন, তাই সুশান্তের ঘটনার সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন। তিনি বলেন, ‘আমি ওই অন্ধকার, ওই যন্ত্রণা অনুভব করেছি’। বিবেকের কথায় যখন ‘তোমার নামে মিথ্যাটা খুব জোরে জোরে বারবার বলা হয়, তখন সেটাই সত্যি বলে ধরে নেওয়া হয়। এমনকি তুমি নিজেও সেটাই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করো। তবে অনেক স্থিরতা, শক্তি আর অন্তরের আনন্দই তোমাকে উপলব্ধি করাতে পারে তোমার সত্যিটা সত্যিই থাকবে, আর সেটা কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না’। 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘আমি বেশ্যা, ২৪ বছরের কেরিয়ারে এতবার শুনেছি আর…’,আরজি কর আবহে বিস্ফোরক স্বস্তিকা England বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? শুধুই অধঃপতন বাংলার অর্থনীতির! ১৯৬০-তে দেশে অবদান ছিল ১০.৫%, এখন কমে হল ৫.৬% ঘরের মাঠে প্রথম ৬টি টেস্টে ৫০ টপকে মোদীর ৭৫ বছর আগের রেকর্ড ভাঙলেন যশস্বী ডোপ টেস্টে ব্যর্থ এশিয়ান গেমসে পদক জয়ী কিরণ, নির্বাসিতদের তালিকা থেকে বাদ বজরং বিশ্বকর্মা মূর্তি বিসর্জনের সময় গঙ্গায় তলিয়ে গেল লরি, একের পর এক নদীতে ঝাঁপ আরজি কর হাসপাতালে এলেন নতুন সিপি মনোজ ভার্মা, খতিয়ে দেখলেন নিরাপত্তা IPL- DC-তে ফেল,PBKS-এ পাস করবেন রিকি? কোচের পদে এসেই সমর্থকদের আশ্বাস পন্টিংয়ের… এই শ্রাদ্ধ পক্ষে পিতৃপুরুষের আশীর্বাদ পেতে করুন এই ব্যবস্থা মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীকে খসড়া প্রস্তাব, উত্তরের অপেক্ষা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.