বেশ কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমের শিরোনাম ভিড় ছিনিয়ে নিয়েছেন বিবেক ওবেরয়। তবে কোনও সিনেমার জন্য নয়, তিনি যে এখন একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তা আর জানতে বাকি নেই কারোর। সম্প্রতি নিজের ব্যবসা নিয়ে খোলামেলা কথা বলেছেন বিবেক। কী বললেন তিনি?
বিবেক বলেন, আমি একটা স্টার্ট আপ তৈরি করেছি, যার বর্তমান মূল্য ৩৪০০ কোটি টাকা। এটি মূলত ছাত্রদের স্কলারশিপ দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। প্রথমে আমরা একটি B2B নেটওয়ার্কের মাধ্যমে ১২ হাজার স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় আমরা ছড়িয়ে যেতে পেরেছি। পরবর্তীকালে আমাদের ব্যবসা আরও ছড়িয়ে পড়ে এবং ৪৫ লক্ষ ব্যক্তির কাছে আমরা পৌঁছতে পেরেছিলাম, যার ফলে আমাদের কোম্পানির বর্তমান মূল্য ৪০০ মিলিয়ন ডলার বা ৩ হাজার ৪০০ কোটি টাকা।
আরও পড়ুন: ‘রোগের ব্যাপারে বলাটা সবচেয়ে কঠিন’ ক্যানসারে আক্রান্ত হওয়া নিয়ে যা বললেন সোনালি
আরও পড়ুন: প্রেগন্যান্সি ক্রেভিং মেটাতে রাস্তায় বেরিয়ে একী করলেন রূপসা? রইল ভিডিয়ো
বিবেক আরও বলেন, প্রথম থেকেই আমি মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করেছিলাম। এমন কিছু করার চেষ্টা করেছিলাম, যা মানুষের সাহায্যে আসে। ব্যবসাটা আমার কাছে একেবারেই নতুন ছিল কিন্তু সকলের সহযোগিতায় আমি সফল হয়েছি। ঠিক এই কারণে যখনই আমি ব্যক্তিগত কারণে বা ব্যবসার কোনও কারণে যাতায়াত করি তখন সবসময় আমার সহকর্মীদের সঙ্গে আমি ইকোনোমি ক্লাসে যাতায়াত করাই পছন্দ করি।
অভিনয় নিয়ে বিবেক বলেন, অভিনয় চিরকালই আমার প্যাশন কিন্তু ব্যবসা আমার দুঃসময়ের সাথী। আমাকে আর্থিকভাবেই স্বাধীনতা দিয়েছে আমার ব্যবসা। আমাকে আর কিছু করার জন্য কেউ বাধ্য করতে পারবে না। বলিউডের লবিবাজির কাছে আর আমাকে মাথা নিচু করতে হবে না।
এর আগেও বিবেক বলিউডকে ‘অনিরাপদ জায়গা’ বলে অভিহিত করেছিলেন। প্রতিভা থাকা সত্ত্বেও বলিউডে বহু মানুষ হারিয়ে যান সামান্য কারণে। লবিবাজির শিকার হন বহু মানুষ। ‘শুট আউট অ্যান্ড লোখান্ডওয়ালা’ সিনেমার অসাধারণ সাফল্যের পরেও যখন টানা ১৮ মাস বিবেকের কাছে কোনও কাজ ছিল না, তখন বিবেক বুঝতে পারেন বলিউডে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত।
আরও পড়ুন: হৃতিক, রণবীর নন, বলুন তো মাত্র ২৫ বছরেই ২ টো ব্লকবাস্টার দিয়েছিলেন কোন স্টার কিড?
আরও পড়ুন: ভুল স্বীকার করে নিচ্ছি', ইন্ডিয়ান আইডলে হঠাৎ কী হল বিশালের! কার থেকে ক্ষমা চাইলেন?
অভিনয় প্যাশন হওয়া সত্ত্বেও তিনি ব্যবসা করার দিকে আগ্রহ প্রকাশ করেন। এই মুহূর্তে বলিউডের প্রথম সারির বেশ কিছু নায়কের থেকেও বেশি অর্থ রয়েছে বিবেকের কাছে। তবে ব্যবসা থেকে সাফল্য অর্জন করলেও অভিনয়কে পুরোপুরি কেটে বাদ দিয়ে দেননি বিবেক।
আগামী বছরের শুরুতেই রিতেশ দেশমুখ এবং আফতাব শিবদাসানির সঙ্গে ‘মস্তি ৪’ সিনেমার শুটিং শুরু করতে চলেছেন বিবেক। এছাড়া টাইগার শ্রফের সঙ্গে একটি অ্যাকশন থ্রিলার সিনেমায় দেখা যাবে বিবেককে। শুধু তাই নয়, বিশাল রঞ্জন মিত্র পরিচালিত আরও একটি অ্যাকশন সিনেমায় অভিনয় করবেন বিবেক।