মুম্বইয়ে বিলাসবহুল বাড়ি। খানিকটা গোয়ার আদলে এই ফার্ম হাউস তৈরি করেছেন অভিনেতা বিবেক ওবেরয়। বিবেকের যে বাড়িতে রয়েছে আধুনিকতা ও শৈল্পিক নান্দনিকতার মিশ্রণ। যেখানে রয়েছে শতাব্দী প্রাচীন ভিনটেজ খাট, সহ অন্যান্য আসবাব। আরবান কোম্পানি রিলস টু রুমস-এর সর্বশেষ পর্বে অভিনেতা মুম্বইয়ে নিজের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছেন।
সেসব ঠিকই ছিল, কিন্তু একী, ‘ইনি কে’! বিবেকের এই বাড়িতে ঢুকতেই দেখা মিলবে তাঁর আদরের পোষ্যর। নাহ, সেই পোষ্যটি কিন্তু কোনও কুকুর নয়, আস্ত একটা গরু।
বিবেকের 'কামধেনু'
কী নাম বিবেকের এই পোষ্যটির? বিবেক তাঁর পোষ্য গরুটির নাম রেখেছেন কামধেনু। তাই বিবেকের এই আধুনিক, সুন্দর বাড়িতে ঢুকলেই একটা গ্রাম্য অনুভূতিও মিলবে। বিবেক তাঁর পোষ্যের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলেন, ‘এটা আমার বাড়ির চেয়েও বেশি ওর বাড়ি। গোয়ালঘরের সুগন্ধ আপনাকে এমন অনুভূতি দেয় যে মনে হবে এই শহরের মধ্যে আপনি নিজের ছোট্ট গ্রামে তৈরি করে নিয়েছেন।’
অভিনেতা বলেন যে তিনি সর্বদা চেয়েছিলেন যে এই বাড়িটি যে তাঁর ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। বিবেকের কথায়, ‘গোটা বিশ্বে কোনওকিছুই গভীর, নয়, তবে এই আমিই যখন নিজের বাড়িতে ফিরে যাই, তখন আর আমি অভিনেতা বিবেক ওবেরয় নই, আমি শুধুই আমি’।
বিবেকের এই বাড়িতে ঢুকলে আপনারও অদ্ভুত অনুভূতি হয়। তাঁর বাড়ির সব আসবাবই কাঠের, সিলিংয়ে টাঙানো রয়েছে ঝাড়বাতি, দেওয়ালে টাঙানো দেবী লক্ষ্মীর ছবি, আর ভিতরে রয়েছে প্রচুর গাছপালা, বাড়ির ভিতরে যে শুধু সবুজের ছোঁয়া। পুরো বাড়িটিই আপনাকে ফার্ম হাউসের অনুভূতি দেবে।
আরও পড়ুন-বিয়ে করেননি, তবে মা হয়েছিলেন, এবার একতা কাপুরের কোলে আসছে দ্বিতীয় সন্তান?
বিবেকের এই বাড়িতে থাকেন তিনি এবং তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাঁদের দুই সন্তান বিভান বীর এবং অমেয়া নির্ভানা। বিবেকের কথায়, ‘এই ধরণের বাড়ি তৈরির পরিকল্পনা আমার এবং প্রিয়াঙ্কার। আমরা যখন এই বাড়িটি কিনেছিলাম, আমরা চেয়েছিলাম এটাতে গোয়ার প্রতিফলন থাকুক। এর ভিতরে ও বাইরে যা কিছু দেখা যায়, সব জায়গাতেই থাক ফার্মহাউসের নির্যাস।’
বেডরুম ও লিভিং রুম
বিবেক ওবেরয়ের শয়নকক্ষে আসবাবগুলির মধ্যে খাটটি বেশ অ্যান্টিক। যেটি কিনা বিবেকের স্ত্রী প্রিয়াঙ্কার বাড়ি থেকে আনা হয়েছে। বিবেকের কথায়, ‘এই খাটটা প্রায় অর্ধ শতাব্দী বা তারও বেশি সময় ধরে প্রিয়াঙ্কার বাড়িতে। এটা আমার পছন্দ ছিল কারণ এতে শুলে যে বছর ৪ বয়সের স্মৃতি তাজা হয়। মনে হয় আমি আমার ঠাকুমার কাছে গল্প শুনতে শুনতে ঘুমোচ্ছি, আর এই বিছানা আরামদায়ক ও সুরক্ষিত মনে হয়।’
বিবেকের এই বাড়ির জানালার ফ্রেমগুলি কাঠের তৈরি, দেখলেই বুঝবেন, এটা বেশ দামি। বাড়ির চারপাশ সবুজ গাছপালায় ঘেরা। আর বিবেকের এই বাড়ির সফর শেষ হয় বাড়ির উঠানে গিয়ে। বিবেকের কথায়, ‘আমার এই রসবোধ, পাগলামিটাই ভালো লাগে।’
প্রসঙ্গত কাজের ক্ষেত্রে, বিবেক ওবেরয় 'সাথিয়া', ‘ওমকারা’র মতো ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে ওয়েব শো 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ।