বাংলা নিউজ > বায়োস্কোপ > Naatu Naatu wins Oscars 2023: বলিউড ছাড়াও যে অন্য ভারতীয় ছবি বিদেশে স্বীকৃতি পাচ্ছে, তাতেই খুশি: বিবেক

Naatu Naatu wins Oscars 2023: বলিউড ছাড়াও যে অন্য ভারতীয় ছবি বিদেশে স্বীকৃতি পাচ্ছে, তাতেই খুশি: বিবেক

‘নাটু নাটু’র অস্কারে উচ্ছ্বসিত বিবেক অগ্নিহোত্রী

‘আমি বিশেষভাবে খুশি যে বলিউড তারাকা ছাড়া কোনও ছবি আসল ভারতীয় ছবি হিসাবে উপস্থাপিত হচ্ছে। আমার আশা এবং প্রার্থনা, ধীরে ধীরে বাংলা, মারাঠি, পাঞ্জাবি, মালায়ালাম এবং অন্যান্য অঞ্চলের ছবিও একই খামে প্রবেশ করবে। এই সব ভাষার ছবিকেই আমরা ভারতীয় সিনেমা হিসাবে তুলে ধরতে পারব। ’

'নাটু নাটু'-র হাতে ধরে ঘরে এসেছে অস্কার। আপাতত অস্কার জয়ের আনন্দে মজে গোটা দেশ। 'নাটু নাটু' যেমন সেরা মৌলিক গানের সম্মান জিতেছে, ঠিক তেমনই সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম হিসাবে অস্কার জিতে নিয়েছে 'দ্যা এলিফ্যান্ট হুইস্পার্স'। ভারতের জোড়া অস্কার জয়ে উচ্ছ্বসিত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিশেষ করে বলিউডের বাইরে গিয়ে অন্য কোনওভাষার ছবি ভারতীয় সিনেমার তকমা পাওয়ায় খুশি বিবেক।

কাশ্মিরী ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘এটি ভারতীয় সিনেমার জন্য একটি দুর্দান্ত সময়। আমার ছবি দ্য কাশ্মীর ফাইলস দিয়ে এটা শুরু হয়েছিল, যেটি বিশ্বব্যাপী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। RRR-এর অভূতপূর্ব সাফল্য, দুটি তথ্যচিত্রের মধ্যে একটি, দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের জন্য অস্কার এসেছে, দীপিকা পাড়ুকোন অস্কারের কিছুটা অংশে উপস্থাপন করেছেন, সবটাই দারুণ।' বিবেক অগ্নিহোত্রীর কথায়, ‘আমি বিশেষভাবে খুশি যে বলিউড তারাকা ছাড়া কোনও ছবি আসল ভারতীয় ছবি হিসাবে উপস্থাপিত হচ্ছে। আমার আশা এবং প্রার্থনা, ধীরে ধীরে বাংলা, মারাঠি, পাঞ্জাবি, মালায়ালাম এবং অন্যান্য অঞ্চলের ছবিও একই খামে প্রবেশ করবে।এই সব ভাষার ছবিকেই আমরা ভারতীয় সিনেমা হিসাবে তুলে ধরতে পারব। আর এটা আমাদের কাছে শক্তিশালী বিষয় হয়ে উঠবে।’

<p>'নাটু নাটু'র অস্কার জয়ে উচ্ছ্বসিত বিবেক</p>

'নাটু নাটু'র অস্কার জয়ে উচ্ছ্বসিত বিবেক

নাটু নাটুর জয়ের প্রতিক্রিয়ায়, জুনিয়র NTR বলেন, 'আমি এই মুহূর্তে আমার উচ্ছ্বাস প্রকাশ করার কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। এটা শুধু RRR-এর জন্য নয়, গোটা দেশে, ভারতের জয়। আমি বিশ্বাস করি, এটি কেবল শুরু, ভারতীয় সিনেমা কতদূর যেতে পারে তার পথ আমাদের দেখিয়ছে। কিরাবানি গারু এবং চন্দ্রবোস গারুকে অভিনন্দন। অবশ্যই অভিনন্দন জানাব রাজামৌলি নামক একজন ওস্তাদ গল্পকার এবং দর্শকদের যাঁরা আমাদের সমস্ত ভালবাসা উজার করে দিয়েছেন তাঁদেরও ধন্যবাদ জানাব। এছাড়াও আমি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-টিমকে আজ এই জয়ের জন্য অভিনন্দন জানাতে চাই যা ভারতের জন্য আরও আরেকটি অস্কার নিয়ে এসেছে।

 

বায়োস্কোপ খবর

Latest News

এত রাগ কোথা থেকে এল?প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর বসিরহাটে শাহজাহানকে পরপর গুলি, ‘এত ভালো ছেলে, কে গুলি চালাল?’ ধন্দে পরিবার ‘আলোচনার জন্য বিজেপির মুখ্যমন্ত্রীদের এতক্ষণ অপেক্ষা করতে দেখেছেন?’ লিখল তৃণমূল মমতার মন্তব্যকে বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'কেউ ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারে না' অব্যবস্থার অভিযোগ! নীরবতা ভাঙলেন গ্রেটার নয়ডা স্টেডিয়ামের ম্যানেজার মজা করে মেট্রোর আপৎকালীন বোতাম টেপায় ব্যাহত পরিষেবা, ৫,০০০ টাকা জরিমানা যুবকের ভারত সফরে আসার আগে কাউন্টিতে ‘৯ উইকেট’ শাকিবের, প্রচ্ছন্ন হুঁশিয়ারি রোহিতদের পাহাড়ের ৩ পুরসভায় ভোট, সিদ্ধান্ত নিতে রাজ্যকে ৬ সপ্তাহ সময় বেঁধে দিল হাইকোর্ট ট্রাক ধর্মঘটে ব্যবসায় প্রভাব, পুজোর আগে বিভিন্ন সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা আন্দোলনরত ডাক্তারদের মিষ্টি বিলি ট্রাভেল এজেন্টের!বললেন ‘জ্যান্ত ভগবানদের জন্য…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.