বাংলা নিউজ > বায়োস্কোপ > Anushka Sharma at Madhya Pradesh: মধ্যপ্রদেশে ছোটবেলার বাড়িতে অনুষ্কা, স্কুটারে চড়ে হাতড়ে ফিরলেন শৈশবের স্মৃতি

Anushka Sharma at Madhya Pradesh: মধ্যপ্রদেশে ছোটবেলার বাড়িতে অনুষ্কা, স্কুটারে চড়ে হাতড়ে ফিরলেন শৈশবের স্মৃতি

মধ্যপ্রদেশে অনুষ্কা

সব শেষে অনুষ্কা লিখেছেন, ‘আমার হৃদয় আজ পূর্ণ …’। অনুষ্কার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, ছোটবেলায় ফিরে গিয়ে হৃদয় খুশিতে ভরে গিয়েছে অনুষ্কা শর্মার। ঝাঁ চকচকে লুক নয়, এদিন সুতির সালোয়ার কামিজ পরে এক্কেবারে সাদামাটাভাবেই দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ফেলে আসা শৈশবের স্মৃতি সততই মধুর। আমরা সকলেই হয়ত মাঝে মধ্যে সেই স্মৃতি হাতড়ে ফিরি। সম্প্রতি সেলেব জীবনের খোলস ছেড়ে মধ্যপ্রদেশের মহোয় নিজের হোমটাউনে ফিরে গিয়েছেন অনুষ্কা শর্মা। আপাতত তিনি সেখানেই রয়েছেন। সেখানে গিয়ে স্কুটারে চড়ে পৌঁছেলেন মহোর সরকারি আবাসনে। সেখানেই যে তিনি বেড়ে উঠেছেন। তাঁর বাবা ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন অফিসার। মহোর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনুষ্কার নানান স্মৃতি। ছোটবেলায় কাটানো মহোর স্মৃতি অনুরাগীদের জন্য ভিডিয়ো করে পোস্ট করেছেন অনুষ্কা শর্মা

অনুষ্কার পোস্ট করা ভিডিয়োতে স্কুটারে করে যেতে যেতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘সবথেকে শেষে ডানদিকের বাড়ি, মাঠের ঠিক আগে।’ পাশেই রয়েছে আরও একটি সরকারি আবাসন, অনুষ্কা সেটি দেখিয়ে বললেন, ‘এখানে আমার একটা বন্ধু থাকত।’ তারপর আবাসনের প্রথম তলায় গিয়ে উঠলেন, যেখানে একসময় তিনি থাকতেন। চেয়ারে বসে ছবিও তুললেন। তারপর আবার স্কুটার নিয়ে বেরিয়ে পড়া, মহোর আর্মি পাবলিক স্কুল, সেখানে তিনি পড়াশোনা করেছেন। একটি সুইমিং পুল দেখিয়ে বলেন, সেখানে তিনি সাঁতার শিখেছেন। সব শেষে অনুষ্কা লিখেছেন, ‘আমার হৃদয় আজ পূর্ণ …’। অনুষ্কার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, ছোটবেলায় ফিরে গিয়ে হৃদয় খুশিতে ভরে গিয়েছে অনুষ্কা শর্মার। ঝাঁ চকচকে লুক নয়, এদিন সুতির সালোয়ার কামিজ পরে এক্কেবারে সাদামাটাভাবেই দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ছোটবেলায় ভাইবোনের খুনসুটির কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুষ্কা। জানিয়েছেন, তাঁর জন্মদিনের উপহার হিসাবে অভিনেত্রীর ভাই বাবা-মায়ের কাছে ভিডিয়ো গেম চাইত, পরে সেটা দিদিকে না দিয়ে নিজেই খেলত। মজা করেই সেটিকে 'ভায়ের প্রতারণ' বলে উল্লেখ করেছেন অনুষ্কা।

অভিনেত্রীর স্মৃতিচারণা দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন অনুরাগীরাও। বহু সেনাকর্মীর সন্তানরাই নিজেদের মতো করে স্মৃতিচারণা করেছেন। কেউ লিখেছেন, ‘এটা একটা অদ্ভুত আবেগ, এটা কেমন একজন সেনার সন্তানরা বুঝতে পারেন।’ কেউ লিখেছেন, ‘ফৌজিদের বাড়িগুলির সঙ্গে একটা নিরবিচ্ছন্ন সম্পর্ক রয়েছে। আমরা তাদের যেভাবে মনে রাখি, তারা সেভাবেই থাকে।’ কারোর কথায়, মহো সমস্ত সেনাকর্তাদের সন্তানদের কাছে কাছেই মহো একটা সুন্দর স্মৃতি, আমরা যাঁরা সেনাদের ছেলেমেয়ে, তাঁদের দু'বছর অন্তরই স্থান বদলে থাকতে হয়। তবে আমার কাছে দিল্লির ক্যান্টনমেন্টে থাকা একটা অন্য অনুভূতি, বাড়ি বলতে সেটাই বুঝি।'

টেস্ট ম্যাচের কারণে বিরাট কোহলিও অনুষ্কা শর্মার সঙ্গে মধ্যপ্রদেশেই রয়েছেন। দু'দিন আগে মহাকালেশ্বর মন্দিরে পুজো দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল।

বন্ধ করুন