বর্তমানে বলিউডের অন্যতম চর্চিত এবং উঠতি অভিনেত্রী হলেন ওয়ামিকা গাব্বি। অভিনয় বা সৌন্দর্যের জন্য তিনি যেমন জেএলএনজর কেড়েছেন তেমনই সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণ জনপ্রিয় রিলস, ইত্যাদির জন্য। আর এই অভিনেত্রী কি সম্প্রতি প্রেমে পড়েছেন? কার জন্য খোলা বার্তা লিখলেন প্রেমিকা?
কী ঘটেছে?
এদিন ওয়ামিকা তাঁর সেই ভাইরাল ভিডিয়ো থুড়ি রিলস পোস্ট করেন এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে। অর্থাৎ প্রেমিকা নে পেয়ার সে গানটিতে বানানো রিলটি যা ২০২৪ সালে দারুণ ভাইরাল হয়েছিল। বলা চলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। সেই রিলে দেখা যাচ্ছে ওয়ামিকার পরনে হলুদ অফ শোল্ডার ড্রেস। তিনি হাসিমুখে নানা পোজ দিচ্ছেন।
এই রিল পোস্ট করে তিনি লেখেন, 'আপনার ভালোবাসাকে উৎসর্গ করলাম ২০২৪ সালটা। রিলের ফিডে তো আমার এন্ট্রি হয়েই গেছে, এবার মনে পার্মানেন্ট জায়গা করতে চাই। আপনাদের প্রেমিকা।' কী ভাবছেন এটা তিনি তাঁর কোনও প্রেমিকের উদ্দেশ্যে লিখেছেন? একেবারেই না। এটা তিনি লিখেছেন তাঁর অনুরাগীদের জন্য যাঁরা তাঁর সেই রিলকে অত ভালোবাসা দিয়েছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ওয়ামিকা গাব্বি ১৯৯৪ সালে মুক্তি পাওয়া অ্যালবাম হাম সে হ্যায় মুকাবলা থেকে প্রেমিকা নে পেয়ার সে গানটিতে রিল বানিয়ে ভাইরাল হন। হয়ে ওঠেন বলিউড এবং নেটপাড়ার প্রেমিকা।
আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই অবন্তীর জীবনে নামল শোকের ছায়া, কাকে হারালেন সা রে গা মা পা খ্যাত গায়িকা?
আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে ফের একফ্রেমে! বর্ষবরণের ছুটি কাটিয়ে জুটিতে মুম্বই ফিরলেন ঐশ্বর্য-অভিষেক
ওয়ামিকা গাব্বির কাজ
জব উই মেট ছবির মাধ্যমে ওয়ামিকা বলিউডে পা রাখেন। শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেন। এরপর তাঁকে নানা বলিউড, পঞ্জাবি, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে। শেষবার তাঁকে অ্যাটলির বেবি জন ছবিটিতে দেখা গিয়েছে বরুণ ধাওয়ানের সঙ্গে। আগামীতে তাঁকে অক্ষয় কুমারের সঙ্গে ভূত বাংলা ছবিতে দেখা যাবে।