বলিউডের গ্রিক গড হৃতিক রোশন তাঁর ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকটি হিট গান উপহার দিয়েছেন। কিন্তু ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত 'ওয়ার'-এ তাঁর কাজ ও সেই ছবির গান তাঁর কেরিয়ারের অন্যান্য সব কিছুর থেকে জনপ্রিয়। তাঁর এই অ্যাকশন থ্রিলারটি এখন পর্যন্ত তাঁর সর্বোচ্চ আয়কারী ছবিই কেবল নয়, এজেন্ট 'কবীর'-এর আত্মপ্রকাশও হয় এই ছবির হাত ধরেই। বাণী কাপুরের সঙ্গে হৃতিকের অনস্ক্রিন রসায়ন এবং টাইগার শ্রফের সঙ্গে তাঁর যে অন্তরঙ্গতা দেখানো হয়েছিল এই ছবিতে, তা ভক্তদের জন্য উপরি পাওনা। এবার আসতে চলেছে ‘ওয়ার ২’ আবার সেখানে এজেন্ট 'কবীর'-এর ভূমিকায় তাকে দেখতে পাবেন দর্শকরা। বর্তমানে 'ওয়ার'-এর সিক্যুয়ালের শ্যুটিং চলছে, সেই শ্যুটিংয়ের কিছু ঝলক প্রকাশ্যে এসেছে!
না, হৃতিকের অফিসিয়াল ফার্স্ট লুক এখনও প্রকাশ্যে আনেননি নির্মাতারা। তবে ইতালি থেকে একটি ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। অভিনেতা 'ওয়ার ২'-এর শ্যুটিং চলাকালীন কোনও ভক্তই তা রেকর্ড করেছিলেন। ভিডিয়োতে হালকা নীল রঙের শার্ট, হাতে সাদা ট্রাউজার ও সানগ্লাসে হৃতিককে দেখা গিয়েছে। আরও একটি ভাইরাল ক্লিপে দেখা গিয়েছে, অভিনেতা তাঁর পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে মনিটরে শটটি দেখছেন।
আরও পড়ুন: বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন অ্যাপার্টমেন্ট
হৃতিকের এই ঝলকগুলি ইন্টারনেটে প্রকাশ্যে আসতেই ঝড় তুলেছেন অভিনেতা। নিমেষেই এইসব ভিডিয়ো হয়েছে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ‘ওয়ার ২' নিয়ে নিজেদের প্রত্যাশা কথা জানাতে শুরু করেছেন তাঁর অনুরাগীরা। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মিশন ইম্পসিবল এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস লেভেলের দেখতে লাগছে।’ অন্য এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘এই সিনেমাটা বড় মাপের হতে চলেছে। আমি কল্পনাও করতে পারছি না যে কী হবে। বিশেষ করে এতে ‘পাঠান’-এর ক্যামিও থাকলে, ব্যস জমে যাবে।’
আরও পড়ুন: ৩১ বছর পর প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ…’, জেনে নিন দিনক্ষণ
ছবিতে হৃতিককে কবীরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তাঁর বিপরীতে তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআরকে তাঁর সঙ্গে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। কিয়ারা আডবানী এবং অনিল কাপুরকেও দেখা যাবে ছবিতে। তবে ‘ওয়ার ২’-এর অন্যতম বড় আকর্ষণ হল স্পাই ইউনিভার্সের ‘পাঠান’ এবং ‘টাইগার’-এর চরিত্রে শাহরুখ খান এবং সলমন খানের ক্যামিও। এছাড়াও আলিয়া ভাটকে পোস্ট ক্রেডিট সিনে দেখা যেতে পারে বলেও আশা করা যাচ্ছে। আলিয়াও তাঁর আসন্ন ছবি 'আলফা' হাত ধরে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন তাঁর সঙ্গে থাকবেন শর্বরী।