২৪ জানুয়ারি, অর্থাৎ আজই (শুক্রবার) সিনেমাহলে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, নিমরত কৌর, সারা আলি খান , বীর পাহাড়িয়া, অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি অভিনীত ছবি 'স্কাই ফোর্স'। আর প্রজাতন্ত্র দিবসের সপ্তাহে দর্শকদের জন্য সিনেমা দেখার জন্য বিশেষ সুবিধা দিতে চান ছবির নির্মাতারা। আর শুনলে হয়ত অবাক হবেন এই ছবির সব টিকিট প্রায় বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে বিনামূল্যে বিক্রি হচ্ছে।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। চলুন দেখে নি 'স্কাই ফোর্স'-এর টিকিটে কী ডিসকাউন্ট মিলছে…।
জানা যাচ্ছে, স্কাই ফোর্সেরর নির্মাতা টিকিটের দামে গত বুধবার পিভিআর ও আইনক্স অ্যাপে একটি অফার দিয়েছিল। দর্শকদের জন্য সেই অফারে ছিল প্রতি লেনদেনে ৪০০ টাকার ছাড়। FLYHIGH400-এই কোডটি ব্যবহার করলে উইকএন্ড ছাড়াও ওপেনিং ডে-তেও অফার দেওয়া হয় সিনেমাপ্রেমী দর্শকদের। আর বৃহস্পতিবার, নির্মাতারা FLYHIGH250 কোড ব্যবহার করলে দর্শকদের ২৫০ টাকা ছাড় দেন। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ৫০০ টাকা পর্যন্তও ছাড় দেওয়া হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে মাত্র ৯৯ টাকাতেও টিকিট মিলছে।
এছাড়াও বৃহস্পতিবার বুকমাইশোতে একটি নতুন অফার চালু করা হয়েছিল। বলা হয়েছিল উদ্বোধনী সপ্তাহান্তে SKYFORCE250 কোড ব্যবহার করলে মাত্র ২৫০ টাকাতেই ছবির টিকিট বুক করতে পারবেন। টিকিট বুকিং করার সময়ই দর্শকরা বুঝে গিয়েছিলেন, যে তাঁরা শুধুমাত্র টিকিট কাটার নির্দিষ্ট প্ল্যাটফর্মের ফি ছাড়া প্রায় 'বিনামূল্যে'ই টিকিট পাচ্ছেন। এমনকি কোনও কোনও ক্ষেত্রে মাত্র ২৫ টাকাতেও এই ছবির টিকিট কিনেছেন দর্শকরা।
নিজের এই ডেবিউ ছবি প্রসঙ্গে বীর পাহাড়িয়া বলেন, 'আমার প্রথম ছবি 'স্কাই ফোর্স'-এ কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। বাস্তব জীবনের নায়ক, স্কোয়াড্রন লিডার আজ্জামাদ বোপ্পেয়া দেবাইয়ার চরিত্রে অভিনয় করা আমার কাছে একটা বড় সুযোগ এবং দায়িত্ব। যিনি কিনা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের অন্যতম নায়ক ছিলেন। সেসময় আমরা অপ্রতিরোধ্য প্রতিকূলতার বিরুদ্ধে জিতেছিলাম ... আমাদের দেশের বীররা আমাদের স্বাধীনতার জন্য যা করেছেন তা থেকে অনুপ্রাণিত হওয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গল্পটি বলা দরকার ছিল'।
স্কাই ফোর্স
দীনেশ বিজান এবং অমর কৌশিকের ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিওর জ্যোতি দেশপান্ডে ‘স্কাই ফোর্স’ ছবিটির প্রযোজনা করেছেন। এই ছবিটি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের সারগোধা বিমানঘাঁটিতে ভারতের প্রতিশোধমূলক আক্রমণের গল্প বলে। মঙ্গলবার অক্ষয়-বীরের সঙ্গে এই সিনেমা দেখতে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সিনেমাটি দেখেন সিডিএস জেনারেল অনিল চৌহান এবং অন্যান্য আধিকারিকরাও।