Web Series: ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। এর মধ্যে আছে কিছু বাংলা, কিছু হিন্দি ওয়েব সিরিজ। দেখুন কোন ওটিটিতে কোন ওয়েব সিরিজ দেখা যাবে।
1/6ছুটির দিন বা অবসর সময় আপনার ওয়েব সিরিজ বা ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কনটেন্ট দেখে কাটে? নতুন কিছু হিন্দি বা বাংলা ওয়েব সিরিজের জন্য মুখিয়ে আছেন? তাহলে বলি ফেব্রুয়ারি মাসেই একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। কোথায়, কোন সিরিজ মুক্তি পাচ্ছে আসুন দেখে নেওয়া যাক।
2/6জেহানাবাদ: অব লাভ অ্যান্ড ওয়ার ওয়েব সিরিজটি সোনি লিভে দেখা যাচ্ছে। এই গল্পের প্রেক্ষাপট ২০০৫ সাল। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ইত্যাদিকে এখানে তুলে ধরা হয়েছে। এটিও ৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় হর্ষিতা কৌর, ঋত্বিক ভৌমিক, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রমুখকে দেখা যাচ্ছে।
3/6রক্তকরবী ওয়েব সিরিজটি জি ফাইভে দেখা যাবে। এটি একটি থ্রিলার সিরিজ। পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। অভিনয়ে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়, রাইমা সেনও তুলিকা বসু, প্রমুখকে। এটি ৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়ে গিয়েছে।
4/6নীনা গুপ্ত, সঞ্জয় মিশ্র অভিনীত বধ ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেল ওয়েব মাধ্যমে। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই থ্রিলার ছবিটি।
5/6শাহিদ কাপুর অভিনীত ফারজি ওয়েব সিরিজ আসছে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে। এটি ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে। রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকে এটির পরিচালনা করেছেন। চটজলদি উপায়ে কী করে বড়লোক হতে চান এক শিল্পী সেটাই এখানে দেখা যায়।
6/6ক্লাস মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এটি একটি হিন্দি ক্রাইম থ্রিলার। এটি ৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়ে গেছে। অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের তিন ছাত্র যখন দিল্লির একটি নামী স্কুলে ভর্তি হয় তখন তাদের কী সহ্য করতে হয়, কী ঘটে তাদের সঙ্গে সেটাই এখানে দেখা যাবে।