পরিণতি পাচ্ছে ফারহান-শিবানীর প্রেম। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে। ছেলের বিয়ের খবর নিজেই জানিয়েছেন বাবা জাভেদ আখতার। চার বছর সম্পর্কে থাকার পর, আগামী ২১ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই জুটি। ছেলে ফারহানের প্রেমিকা শিবানী দান্ডেকর কেমন? সেই সম্পর্কে ফাঁস করলেন অভিনেতার মা হানি ইরানি।
ফারহান হলেন গীতিকার-লেখক জাভেদ আখতার এবং তার প্রথম স্ত্রী, চিত্রনাট্য লেখিকা হানি ইরানির ছেলে। ২০১৭ সালে অধুনা ভবানির সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন ফারহান। এরপরই শিবানীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হন তিনি। ডিভোর্সের পাঁচ বছর পর দ্বিতীয় বিয়ে সারছেন এই অভিনেতা-পরিচালক-প্রযোজক।
এ প্রসঙ্গে বলতে গিয়ে ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহানের মা হানি জানিয়েছেন, ‘শিবানী মিষ্টি, চনমনে এবং দুর্দান্ত একটা মেয়ে। ও ফারহানের প্রেমে পাগল। ফারহানও ওর জন্য পাগল। আশীর্বাদ করি ওরা যেন একে অপরকে সুখী রাখে, ভালো থাকে’।
জাভেদ আখতার এর আগে জানিয়েছিলেন, করোনভাইরাসের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অনাড়ম্বর বিয়ে সারবেন এই জুটি। করোনা আবহে সবরকম বিধিনিষেধ মেনেই হবে বিয়ে, আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা। এ বিষয় হানি ইরানি বলেন, ‘আনন্দের উপলক্ষ এবং আমি এটির জন্য অপেক্ষা করছি। আসলে, পরিবারের সবাই এটির জন্য অপেক্ষা করছে। আমরা খুব উত্তেজিত’।
পরিণতি পাচ্ছে ফারহান-শিবানীর প্রেম। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে। ছেলের বিয়ের খবর নিজেই জানিয়েছেন বাবা জাভেদ আখতার। চার বছর সম্পর্কে থাকার পর, আগামী ২১ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই জুটি। ছেলে ফারহানের প্রেমিকা শিবানী দান্ডেকর কেমন? সেই সম্পর্কে ফাঁস করলেন অভিনেতার মা হানি ইরানি।
ফারহান হলেন গীতিকার-লেখক জাভেদ আখতার এবং তার প্রথম স্ত্রী, চিত্রনাট্য লেখিকা হানি ইরানির ছেলে। ২০১৭ সালে অধুনা ভবানির সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন ফারহান। এরপরই শিবানীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হন তিনি। ডিভোর্সের পাঁচ বছর পর দ্বিতীয় বিয়ে সারছেন এই অভিনেতা-পরিচালক-প্রযোজক।
এ প্রসঙ্গে বলতে গিয়ে ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহানের মা হানি জানিয়েছেন, ‘শিবানী মিষ্টি, চনমনে এবং দুর্দান্ত একটা মেয়ে। ও ফারহানের প্রেমে পাগল। ফারহানও ওর জন্য পাগল। আশীর্বাদ করি ওরা যেন একে অপরকে সুখী রাখে, ভালো থাকে’।
জাভেদ আখতার এর আগে জানিয়েছিলেন, করোনভাইরাসের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অনাড়ম্বর বিয়ে সারবেন এই জুটি। করোনা আবহে সবরকম বিধিনিষেধ মেনেই হবে বিয়ে, আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা। এ বিষয় হানি ইরানি বলেন, ‘আনন্দের উপলক্ষ এবং আমি এটির জন্য অপেক্ষা করছি। আসলে, পরিবারের সবাই এটির জন্য অপেক্ষা করছে। আমরা খুব উত্তেজিত’।|#+|
হানির কথায়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা দুজনেই খুব খুশি। আমি ওদের আগামীটা আরও সুন্দর হোক, এটাই আশা করছি। ওরা বিয়ে করছে দেখে খুব ভালো লাগছে। ওরা আগাগোরাই একে অপরের বিষয় খুব সিরিয়াস ছিল। কিন্তু সত্যি বলতে, আজকাল ছেলেমেয়ের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা সময় নেয়। আমরা সেটাকে সম্মান করি। আমরা কারও ব্য়াপারে হস্তক্ষেপ করি না। শিবানী ও ফারহান দুজনেই পরিণত। তারা যা চাইত আমরা সম্মতি জানিয়েছি'।
ফারহান এর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীকে বিয়ে করেছিলেন। তাদের দুই মেয়ে রয়েছে- শাক্য, ২১ এবং আকিরা, ১৪।