জাহ্নবীর জীবনে পুরোনো প্রেম ফিরে এসেছে, এতদিনে সে খবর সকলের জানা। নায়িকা নিজে এই নিয়ে মুখ না খুললেও শিখর-জাহ্নবীর প্রেমের কাহিনিতে সিলমোহর দিয়েছেন স্বয়ং বনি কাপুর। আকারে ইঙ্গিতে জাহ্নবীও এতদিনে বুঝিয়ে দিয়েছেন, শিখরই তাঁর জীবনের মিস্টার পারফেক্ট। সম্প্রতি এক সক্ষাৎকারে শিখরকে মন খুলে কথা বলেছেন শ্রীদেবী কন্যা।
জাহ্নবী কাপুর তার পরবর্তী ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহির মুক্তির জন্য বেজায় ব্যস্ত,।বুধবার প্রকাশিত হয়েছে ছবির গান 'দেখা তেনু'। প্রচারের ফাঁকেই নিজের প্রেমজীবন নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো ইমোশন্যাল জাহ্নবী। শ্রীদেবী মারা যাওয়ার পরেও জাহ্নবীর পাশে ছিলেন শিখর। অভিনেত্রী জানান, জীবনে যে-সব মানুষরা তাঁকে সারাক্ষণ আগলেছেন তাঁরা হলেন বাবা-মা এবং শিখর। এর থেকেই বোঝা যায় জাহ্নবীর জীবনে শিখরের গুরুত্ব।
জাহ্নবী বলেন, ‘আমার যখন ১৫-১৬ বছর বয়স, তখন থেকে ও (শিখর) আমার সঙ্গে আছে। আমার স্বপ্নগুলি ও আপন করে নিয়েছে। ওর স্বপ্নগুলিও আমি আমার নিজের স্বপ্ন হিসাবে সাজিয়ে তুলেছি। আমরা পরস্পরের খুব কাছের। আমরা সব সময়ে পরস্পরের পাশে এমন ভাবে থেকেছি যেন, আমরাই পরস্পরকে বড় করে তুলেছি।’
এরপরেও তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে আর কিছু প্রশ্ন বাকি রয়ে যায়? নিজের আদর্শ জীবনসঙ্গী সম্পর্কে কথা বলতে গিয়ে দু-দিন আগেই জাহ্নবী বলেছে, ‘যে আমার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে, যে আমাকে শক্তি জোগায়, সে আমাকে উজ্জীবিত করে... যে আমাকে সুখ দেয়। এমন কেউ যে আমাকে হাসায়। আমি কাঁদলেও সে আমার পাশে থাকে... আমি এমন কাউকে চাই’। আসলে এই সব চাওয়ার একটাই উত্তর শিখর!
জাহ্নবী এবং শিখর পাহাড়িয়া সম্পর্কে
গত এপ্রিলে ময়দানের স্ক্রিনিংয়ে নিজের নাম লেখা 'শিকু' লেখা নেকলেস পরে হাজির হয়েছিলেন নায়িকা। চলতি বছরের শুরুতে তিরুপতি বালাজি মন্দিরে শিখরের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। গত সিজনের 'কফি উইথ করণ'-এ করণ জোহর জাহ্নবীকে তাঁর স্পিড ডায়াল লিস্টে থাকা তিন জনের কথা জিজ্ঞেস করেছিলেন। তিনি উত্তর দিলেন, ‘পাপা, খুশু এবং শিকু..র নাম হড়বড়িয়ে বলে দেন, এরপর জিভ কেটে ফেলেন। শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি।
জাহ্নবীর প্রেমের ইতিহাস বেশ লম্বা। প্রথম ছবির কোস্টার ইশান খট্টরের সঙ্গে প্রেম করেছিলেন বছরখানেক। মুম্বইয়ের ব্যবসায়ী পরিবারের ছেলে অক্ষত রঞ্জনের সঙ্গেও একটা সময় জাহ্নবীর প্রেমের চর্চা শোনা গিয়েছিল। ডিয়ার জিন্দেগির প্রিমিয়ারে অক্ষতের সঙ্গে এসেছিলেন, শ্রীদেবীর মৃত্যুর পরও হাজির ছিলেন অক্ষত। তবে জাহ্নবী বলিউডে পা রাখার পরই এই সম্পর্ক ফিকে হতে শুরু করে। এখন জাহ্নবীর জীবনে ফিরে এসেছে পুরোনো প্রেম। কাঙ্ক্ষিত পরিণতি পাবে এই সম্পর্ক? জবাবের অপেক্ষায় ভক্তকূল।