বাংলা নিউজ > বায়োস্কোপ > '৩০ বছরের কেরিয়ারে সবচেয়ে কঠিন ছবি লক্ষ্মী বম্ব',বৃহন্নলার চরিত্রে অচেনা অক্ষয়

'৩০ বছরের কেরিয়ারে সবচেয়ে কঠিন ছবি লক্ষ্মী বম্ব',বৃহন্নলার চরিত্রে অচেনা অক্ষয়

অক্ষয় কুমারের লক্ষ্মী বম্বের দুই নতুন পোস্টার (ছবি-ইনস্টাগ্রাম)

লক্ষ্মী বম্বে ট্রান্স জেন্ডারের চরিত্রে রয়েছেন অক্ষয়।সোমবার ছবির দুটি পোস্টার সামনে আনলেন অভিনেতা। 

মাথায় বিশাল লাল টিপ আর লাল শাড়িতে লক্ষ্মী বম্বের ফার্স্ট লুকেই চমকে দিয়েছিলেন অক্ষয় কুমার। সোমবার ছবির ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির ঘোষণার পাশাপাশি দুটি নতুন পোস্টারও সামনে আনলেন খিলাড়ি কুমার। একটি পোস্টারে নীল রঙা মুখে লাল টিম,লালাভ চোখ ও দৃঢ় চাহনিতে অবাক করে দিচ্ছেন আক্কি, অন্যদিকে ত্রিশূল হাতে নটরাজের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল অভিনেতাকে। এই ছবিতে বৃহন্নলা বা ট্রান্স জেন্ডারের ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে।

দক্ষিণের হিট ছবি ‘কাঞ্চনা’র রিমেক ‘লক্ষ্মী বম্ব’। তবে হেরফের হয়নি ছবির পরিচালকের।  রাঘব লরেন্সই রয়েছেন লক্ষ্মী বম্বের পরিচালকের আসনে, ছবিতে অক্ষয়ের পাশাপাশি দেখা মিলবে কিয়ারা আডবানির। সোমবার ডিজনি প্লাস হটস্টারে  ছবির সরাসরি ডিজিটাল মুক্তির ঘোষণা সারেন খিলাড়ি কুমার। এই ছবি প্রসঙ্গে সঞ্চালক বরুণ ধওয়ানকে তিনি বলেন,‘এটি আমার পছন্দের জঁর-হরর কমেডি। আমি ভুলভুলাইয়ার পর সবসময়ই এই জঁরের ছবি করতে চাইছিলাম। ৩০ বছরের কেরিয়ারে মানসিকভাবে এটাই আমার সবচেয়ে কঠিন চরিত্র। আমি প্রায় ১৫০টি ছবিতে অভিনয় করেছি, তবে আমি প্রতিদিন এই ছবির সেটে যতটা এক্সাইটেড থাকতাম আগে কোনওদিনও হয়নি। আমি কোনওদিন এত রিটেকও দিইনি,তাও নিজের ইচ্ছায়। এই ছবি আমাকে লেন্ডার ইকুয়ালিটি সম্পর্কে অনেকবেশি সংবেদনশীল করেছে'। 

লক্ষ্মী বম্বের নতুন পোস্টার হাতে অক্ষয় 
লক্ষ্মী বম্বের নতুন পোস্টার হাতে অক্ষয় 

এই ছবিতে শাড়ি পরেই দেখা যাবে আক্কিকে। সেই সম্পর্কে তিনি জানান, শাড়ি দুর্দান্ত একটা পোশাক, পরবার জন্য কারুর আকার,আয়তনের কথাও ভাবতে হয় না-সকলেই পরতে পারেন। আমরা প্রতিদিন দেখি মেয়েরা শাড়ি পরে দৌড়ে বাসে ট্রেনে উঠছেন-অথচ কী সুন্দরভাবে তাঁরা সেই শাড়ি ম্যানেজ করছেন। কুর্নিশ জানাই তাঁদের। আমার মনে হয় শাড়ির প্রকৃত কদর বুঝতে হলে জীবনে সব পুরুষের একবার শাড়ি পরার দরকার রয়েছে'।

চলতি বছর ইদে মুক্তি পাওয়ার কথা ছিল লক্ষ্মী বম্বের। তবে করোনা সংকটে মুক্তি পিছিয়ে যায়। এবার সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন অক্ষয়। অক্ষয়ের নিজস্ব প্রযোজনা সংস্থা কেপ অব গুড হোপস , শাবিনা এন্টারটেনমেন্ট এবং তুষার এন্টারটেনমেন্ট হাউজ একসঙ্গে  ‘লক্ষ্মী বম্ব’-এর প্রযোজনা করছে। ছবির স্ট্রিমিংয়ের তারিখ এখনও জানানো হয়নি। তবে এই ছবি যে একসঙ্গেই আপনাকে হাসাবে,কাঁদবে ও ভয় দেখাবে তা আগেভাগে বলে রাখলেন অক্ষয় কুমার। 

বায়োস্কোপ খবর

Latest News

আরজি কর কাণ্ডে CBI-র নজরে সল্টলেকের হোটেল, ৯ অগস্টের রাতে কী হয় সেখানে? আবার ৮০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি, বন্যা পরিস্থিতির অবনতি দক্ষিণবঙ্গে ‘‌সাফাই অভিযান হোক সিস্টেমের সর্বত্র’‌, চিকিৎসকদের একাংশকে কাঠগড়ায় তুললেন কুণাল মাছ ধরতে গিয়ে অনুপ্রবেশ, ৪৫ ভারতীয় জেলেকে ২.৭৫ কোটি জরিমানা শ্রীলঙ্কার আদালতের অক্টোবরে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, তুলা সহ ২ রাশি হবে অর্থ সম্পদে সমৃদ্ধ RG Kar-র আবেগকে কাজে লাগিয়ে প্রচার! টেক্কার নির্মাতাদের কটাক্ষ ভূমির সুরজিতের ৭৫ পা দেওয়ার মাসেই বলিউডে ৫০ বছর পূর্ণ করলেন শাবানা,উদযাপনে হাজির ফারহা-দিয়ারা অস্ট্রেলিয়ান ক্রিকেট থেকে দু’দশকের জন্য নির্বাসিত শ্রীলঙ্কার প্রাক্তন তারকা প্রেসক্রিপশনে প্রতিবাদ তৃণমূল বিধায়কের, আরজি কর কাণ্ডে সুবিচার চান মুকুটমণি টেস্ট ক্রিকেটে রেকর্ড কামিন্দু মেন্ডিসের, ভাঙলেন গাভাসকরের রেকর্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.