অক্ষয় কুমারের 'ওয়েলকাম' ও 'স্ত্রী ২'-এ অভিনয়ের জন্য পরিচিত মুস্তাক খানকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর নাম করে অপহরণ করা হয় এবং ১২ ঘণ্টা ধরে নির্যাতন করা হয় বলে অভিযোগ। ইন্ডিয়া টুডে ডিজিটালের সঙ্গে কথোপকথনে, অভিনেতার ব্যবসায়িক অংশীদার দিল্লি-মিরাট হাইওয়ে থেকে অভিনেতার অপহরণের দুঃসহ অগ্নিপরীক্ষার কথা শেয়ার করেছেন।
কী হয়েছিল মুস্তাক খানের?
মুস্তাক খানকে বিমানের টিকিট-সহ একটি ইভেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তার অ্যাকাউন্টে অগ্রিম অর্থ প্রেরণ করা হয়েছিল বলে জানা গিয়েছে। অভিনেতা যখন দিল্লি বিমানবন্দরে পৌঁছন, তখন তাকে একটি গাড়িতে বসতে বলা হয় যা তাকে বিজনোরের কাছে দিল্লির উপকণ্ঠে নিয়ে যায়। তার ব্যবসায়িক অংশীদার শিবম জানান, অপহরণকারীরা প্রায় ১২ ঘণ্টা ধরে মুস্তাককে নির্যাতন করে এবং এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। তিনি পোর্টালকে আরও জানান, অপহরণকারীরা অভিনেতা ও তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে।
কীভাবে অপহরণকারীদের হাত থেকে বাঁচলেন মুস্তাক
শিবম আরও জানান, ভোরে আজানের আওয়াজ শুনে মুস্তাক বুঝতে পারেন, কাছেই একটি মসজিদ আছে এবং কোনোরকমে আটকে রাখা জায়গা থেকে পালিয়ে যান। এরপর তিনি বাড়ি পৌঁছানোর জন্য জনগণ ও পুলিশের সহায়তা চান। ‘’
মুস্তাক স্যার এবং তার পরিবার তার সঙ্গ যা ঘটেছে তাতে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছে। সঙ্গে জানানো হয়েছে যে, তিনি নিজেকে সামলে নেওয়ার পরে এফআইআর দায়ের করবেন। অবশেষে তিনি বিজনৌরে গিয়ে অফিসিয়াল এফআইআর দায়ের করে। প্রমাণ হিসেবে দাখিল করা হয় বিমানের টিকিট, ব্যাংক অ্যাকাউন্ট এবং এমনকি বিমানবন্দরের কাছাকাছি সিসিটিভি ফুটেজের প্রমাণ। তিনি প্রতিবেশীদেরও চিনতে পারেন, এমনকী যে বাড়িতে তাঁকে রাখা হয়েছিল। মুস্তাকের পরিবারের দাবি, পুলিশের টিম নিশ্চয়ই খুব তাড়াতাড়ি অপরাধীদের ধরবে।
সম্প্রতি, একটি ব্যক্তিগত অনুষ্ঠানে হরিদ্বার যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছিলেন কমেডিয়ান সুনীল পাল। ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাকে আটকে রাখে অপহরণকারীরা। তবে আলোচনার পরে সুনীল প্রায় ৮ লক্ষ টাকা দিয়ে তার মুক্তি নিশ্চিত করতে সক্ষম হন।
মুস্তাক খানের বিজনেস পার্টনার ইন্ডাস্ট্রির দুই সেলিব্রিটির একই ঘটনার মুখোমুখি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এই মামলা সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না। মুস্তাক স্যার ফিরে আসার পর আমরা আমাদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ঘটনাটি নিয়ে কথা বলি। সুনীলের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে, তারা আমাদের বিষয়টি জানায়। এটা আশ্চর্যজনক যে ইন্ডাস্ট্রির দু'জন পাবলিক ফিগারকে একই রকম অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল। আমরা আশা করি, ভবিষ্যতে সবাই সচেতন ও সুরক্ষা থাকবে। এখন পর্যন্ত, মুস্তাক খান ভালো আছেন বলে জানা গিয়েছে এবং কয়েক দিনের মধ্যে মিডিয়ার মুখোমুখি হবেন বলে আশা করা হচ্ছে।’