টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ হলেন রঞ্জিত মল্লিক। মৃণাল সেনের হাত ধরে বিনোদন জগতে পা রাখেন অভিনেতা। প্রথম কাজ থেকেই সকলের মনে বিশেষ জায়গা করে নেন তিনি। তাঁর ছবি তাঁর কাজ শুরু থেকেই দর্শকদের বিশেষ পছন্দ তালিকায় জায়গা করে নেয়। দর্শকের চোখে তিনি বরাবরই সেরা।
টলিউড হোক বা যে কোনও ইন্ড্রাস্টিতে অভিনেতাদের জীবন ঘিরে গসিপের শেষ থাকে না, বিশেষ করে তাঁদের ব্যক্তিগত জীবন সব সময়ই থাকে চর্চায়। কিন্তু রঞ্জিত মল্লিক এমন একজন অভিনেতা যাঁর গোটা কেরিয়ারে কোনও গসিপ নেই। এমন কী তাঁকে নিয়ে নেই কোনও কেচ্ছা-কেলেঙ্কারির জল্পনাও।
আরও পড়ুন: অমিতাভ-শাহরুখকে পিছনে ফেলে এই তারকা ক্রিকেটার এখন ব্যান্ড এন্ড্রোরসমেন্টের শীর্ষে? জানেন তিনি কে?
পর্দায় প্রথমে র্যোমান্টিক হিরো হিসেবে আত্মপ্রকাশ করলেও পড়ে তিনি হয়ে ওঠেন সেই সময়কার বাংলা ছবির ‘অ্যাকশন হিরো’। তিনি পর্দায় আসা মানেই ছবির মোড় ঘুড়বে, ভিলেনরা শাস্তি পাবে, এমনই ছিল দর্শকদের ধারণা। বাংলা সিনেমায় মাসিহা হিসেবে যদি কোনও মুখ কল্পনা করা হয় তাহলে সবার প্রথমে রঞ্জিত মল্লিকেরই মুখ ভেসে উঠবে বাংলা ছবির অনুরাগীদের মনে। টলিপাড়ার সকলের ভীষণ পছন্দের মানুষ তিনি। পর্দা ও দর্শকের সঙ্গে তাঁর নিবিড় যোগসূত্র। আর সেভাবেই তিনি নিজেকে ধরে রেখেছেন বরাবরই।
তবে এমন সময় বদলেছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে পাল্টেছেন অভিনয়ের ধরন। বদল এসেছে চরিত্রের উপস্থাপনাতেও। এখন তাঁকে খুব ঘন ঘন দেখাও যায় না সিনেমার পর্দায়। কিন্তু তিনি আজও এই প্রজন্মের অভিনেতাদের কাছে আদর্শ। অভিনেতা বিশ্বনাথ বসুও তার ব্যতিক্রম নন।
এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার রঞ্জিত মল্লিককে পাশে নিয়ে সেই কথাই প্রকাশ করলেন বিশ্বনাথ। Tollyonline -এর এক ভিডিয়োতে বিশ্বনাথকে এই বিষয়ে কথা বলতে গিয়েছে। কেরিয়ারের একেবারে শুরু দিকে যখন বিশ্বনাথ বিনোদন দুনিয়ায় পা দিয়েছিলেন তখনই নাকি তাঁর মা বিশ্বনাথকে বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে থাকলে রঞ্জিত মল্লিকের মতো থাকতে হবে। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমার মা সারাক্ষণ বলেন, ইন্ডাস্ট্রিতে ওঁর মতো করে জীবন কাটাবি। আমাকে যেন তোর জন্য কখনও খারাপ কথা শুনতে না হয়। এত শ্রদ্ধা করেন রঞ্জিত মল্লিককে। আমার পারিবারিক যোগাযোগ রয়েছে ওঁর সঙ্গে। আমার বিয়ের সাক্ষী রঞ্জিত কাকা। আমি যখন দেশের বাড়িতে যাই, আমায় সকলে ওখানে জিজ্ঞেস করেন, দেখা হয়? কথা হয়? স্যার এখনও যেখানে দাঁড়াবেন, লাইন সেখান থেকেই শুরু হবে।’
বিশ্বনাথ বসু যে রঞ্জিত মল্লিককে কতখানি শ্রদ্ধা করেন, তা তাঁর এই কথা থেকেই স্পষ্ট। তবে কেবল তিনিই নন, টলিপাড়ার সব অভিনেতাঅভিনেত্রীরই শ্রদ্ধার পাত্র রঞ্জিত মল্লিক।