সালটা ২০১৮, করণ জোহরের আমন্ত্রণে 'কফি উথ করণ'-এ এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তখন অনেকেই অনুমান করেন, করণ-প্রিয়াঙ্কার মধ্যে হয়তবা সবকিছুই ঠিক হয়ে যেতে চলেছে। তবে সম্প্রতি পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় প্রিয়াঙ্কা চোপড়া যা কিছু বলেছেন তাতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
ঠিক কী বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া?
ঠিক কেন দেশ ছেড়ে সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন, সেবিষয়টিই খোলসা করেন প্রিয়াঙ্কা চোপড়া। পিগি চপস বলেন, ‘আজ যা বলছি, তা আমি আগে কখনও বলিনি’। প্রিয়াঙ্কার বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেসময় আমাকে একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে কোনও ছবিতে কাস্ট করা হচ্ছিল না। আমি আর ওদের সঙ্গে পেরে উঠছিলাম না। ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। তখন মনে হয়েছিল একটা বিরতি দরকার।’ প্রিয়াঙ্কা এমন বোমা ফাটানোর পরেই তাঁর হয়ে ব্যাট ধরে করণ জোহরে আক্রমণ করেন কঙ্গনা রানাওয়াত। তিনি টুইটে লেখেন, ‘প্রিয়াঙ্কা চোপড়ার বলিউড নিয়ে এটাই বলতে চান। তিনি বলতে চেয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির কিছু লোকজন প্রিয়াঙ্কার বিরুদ্ধে বেঁধেছিল, নিয়মিত আক্রমণ করা হচ্ছিল, তাঁকে একপ্রকার ধাওয়া করে মুম্বই থেকে তাড়ানো হয়েছে। একজন স্বনির্ভর মহিলাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। করণ জোহর তাঁকে নিষিদ্ধ করেছিলেন সেটা সবারই জানা।'

গৌরী খান, শাহরুখ-প্রিয়াঙ্কা
কিন্তু ঠিক কী নিয়ে ঝামেলা হয়েছিল করণ প্রিয়াঙ্কার? এটা জানতে হলে ফিরে যেতে হবে পুরনো কিছু ঘটনায়। সালটা ২০১২। সেই সময়েই শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার চেপড়ার ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিকে করণ জোহর হলে শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরী খানের কাছের বন্ধু। তিনিই তখন প্রিয়াঙ্কাকে এই বিষয়টা থেকে ঠেলে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে জানা যায়। পরে প্রিয়াঙ্কার এক বন্ধু মুম্বই মিররকে দেওয়া সাক্ষাৎকার বলেন, করণ প্রিয়াঙ্কার বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নিয়েছিলেন তা জানিয়েছিলেন।

প্রিয়াঙ্কা চোপড়া-করণ জোহর
প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ একজন জানান, ‘সাম্প্রতিক এক পার্টিতে আমি দেখেছিলাম করণ জোহর প্রিয়াঙ্কাকে কাপকেক খাইয়ে দিচ্ছেন, অথচ পিছন থেকে ছুড়িও মারছেন, যা আসলে ভীষণই ভয়ঙ্কর আসলে বলিউডে কিছু তারকার স্ত্রীরা প্রিয়াঙ্কার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। প্রিয়াঙ্কার দোষ ছিল না, তবে ঔই তারকার স্ত্রীরা যদি তাঁদের স্বামীদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে কী করা যাবে! ওদের (তারকাদের স্ত্রী) উচিত ছিল প্রিয়াঙ্কাকে আক্রমণ না করে বিষয়টা বাড়িতেই সমাধান করা।’
করণ জোহর অবশ্য সেসময় টুইটে দাবি করেছিলেন, সমস্তটাই তাঁর বিরুদ্ধে প্রচার করা হচ্ছে। বন্ধুর মুখোশে থাকা কিছু লোকজন তাঁর বিরুদ্ধে পয়সা দিয়ে প্রচার চালাচ্চেন। সেবছরই সেপ্টেম্বরে করণ হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘প্রিয়াঙ্কা ও আমার মধ্য কোনও সমস্যা নেই। ওঁর সঙ্গে আমার বহু বছরের পেশাদার সম্পর্ক রয়েছে। আশাকরি এটা এভাবেই চলতে থাকবে।’