২০০৬ সালে মুক্তি পেয়েছিল আমির খান এবং কাজল অভিনীত ছবি ‘ফনা’। ছবির ‘চাঁদ সি-ফারিশ’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। যদিও এই গানটি মূলত কৈলাশ খের এবং শান গেয়েছিলেন, এটি এখন কিশোর কুমার এবং রফির কণ্ঠে রিক্রিয়েশন হয়েছে। ভাবছেন কীভাবে? আসলে, সব ধন্যবাদ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-কে।
চাঁদ সিফারিশের এই এআই উপস্থাপনাটি শিল্পী আংশুমান শর্মা এবং আদিত্য কালওয়ে তৈরি করেছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ক্লিপে দেখা যাচ্ছে, অনায়াসে দুজন এই গানের কণ্ঠকে রূপান্তরিত করেছেন। আরও পড়ুন: জাতীয় টুপি দিবসে পরুন নিজের পছন্দের টুপি, ১৫ জানুয়ারি এই দিনটির ইতিহাস জেনে নিন
পোস্টের ক্যাপশনে শর্মা লিখেছেন, 'আমি সত্তরের দশকের স্টাইলে 'চাঁদ সিফারিশ' তৈরি করেছি, AI ব্যবহার করে রফি সাহাব এবং কিশোর দা উভয়ের কণ্ঠে আদিত্য কালওয়ের দ্বারা পুনরায় কল্পনা করা হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে!'
দেখুন সেই ভিডিয়ো-
পোস্ট করার পর থেকে সোশ্য়াল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে এই ভিডিয়ো। পোস্টটিতে অসংখ্য লাইক ও কমেন্টও পড়েছে। পরিবেশনা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।
ক্লিপটি দেখে নেটিজেনের প্রতিক্রিয়া:
একজন ব্যক্তি লিখেছেন, ‘খুবই আশ্চর্যজনক! প্রতিভাবান!’
দ্বিতীয় জনের মন্তব্য, ‘মাস্টারপিস। ত্রুটিছাড়া তৈরি করা হয়েছে’।
তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘খুব ভালো। আমি লুপে শুনছি’।
চতুর্থ একজন বলেছেন, ‘ভালোবাসি! এত চতুর! আপনার অসাধারণ প্রতিভা ছাড়া আপনি এটি তৈরি করতে কোন সফ্টওয়্যার ব্যবহার করেছেন?’
এ ব্যাপারে আপনার কী ধারণা?