তিনি যশরাজ ফিল্মসের ঘরের মেয়ে। ছবি হিট হোক বা ফ্লপ, একের পর এক বড় বাজেটের কাজ এসে পড়বে তাঁর ঝুলিতে। আদিত্য চোপড়ার পছন্দের তালিকায় জায়গা পেলেই কি তবে মুশকিল আসান? বাণী কাপুরকে দেখে এমনই প্রশ্ন ঘুরপাক খায় বলিউডের আনাচে কানাচে।
২০১৩ সালে যশরাজ ফিল্মসের হাত ধরে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি। অভিনয় করেছিলেন 'শুদ্ধ দেশি রোম্যান্স'-এ। বক্স অফিসে মোটামুটি চলেছিল ছবিটি। তবে নবাগতা হিসেবে আলাদা করে নজর করতে পারেননি বাণী। প্রথম ছবির পরেই বলিউড থেকে উধাও! দর্শকও ভুলে গেলেন তাঁকে।
বাণী ফিরলেন তিন বছর পর। যেমন-তেমন ভাবে নয়। আদিত্যের পরিচালনায় 'বেফিকরে'-র নায়িকা হলেন তিনি। ২০০৮ সালে 'রব না বনা দি জোড়ি'র পর এই ছবিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন রানি মুখোপাধ্যায়ের স্বামী। কিন্তু এ বার পর্দায় কাজ করল না তাঁর রোম্যান্সের জাদুকাঠি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল বাণীর দ্বিতীয় হিন্দি ছবি।
(আরও পড়ুন: রণবীরের কামব্যাক ছবির চূড়ান্ত ভরাডুবি! বক্স অফিসে ধুঁকছে ‘শামশেরা’, কত আয় করল?)
পরপর দু'টি ফ্লপ। কিন্তু তাতে কী! ফের বড় বাজেটের ছবিতে সুযোগ। সৌজন্যে সেই যশরাজ ফিল্মস। ২০১৯ সালে হৃতিক রোশন এবং টাইগার শ্রফের সঙ্গে 'ওয়ার'-এ অভিনয় করলেন বাণী। বক্স অফিসেও ছবিটি সফল। কিন্তু সেই সাফল্যের নেপথ্যে নায়িকার অবদান কতটা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দুই নায়কের রসায়ন, মারকাটারি অ্যাকশন দৃশ্যই মূলতঃ মন জিতে নিয়েছিল দর্শকের।
(আরও পড়ুন: ‘ওরা শুধু ভালোবাসার ভাষা বোঝে’, শামশেরা'র জন্য ঘোড়ায় চড়ার ট্রেনিং নিয়েছেন বাণী)
আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থার বাইরে গিয়েও দু'টি ছবি করেন বাণী। তাতেও তাঁর কেরিয়ারের লেখচিত্রে বিশেষ পরিবর্তন আসেনি।
অনেকেই বলেন, বাণীর প্রতি দুর্বল আদিত্য। কাজের সূত্র ধরেই নাকি 'বিশেষ' বন্ধুত্ব গড়ে উঠেছে দু'জনের। তাই উল্লেখযোগ্য কোনও কাজ না করেও ন'বছর ধরে বলিউডে দিব্যি টিকে নায়িকা। আদিত্যও একের পর এক সুযোগ দিয়ে যাচ্ছেন তাঁকে।
(আরও পড়ুন: অলিভ গ্রীন ব্যাকলেস মিনি ড্রেসে বোল্ড বাণী কাপুর, টোনড ফিগার শো-অফ করছেন নায়িকা)
যাবতীয় গুঞ্জন নাকচ করে বাণী যদিও বলেন, আদিত্য তাঁর গুরু। পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার নানাবিধ উপদেশ দেন তাঁকে।