বাংলা নিউজ > বায়োস্কোপ > Kiara Sidharth Wedding: বরের ঘরের মাসি, কনের ঘরের পিসি নাকি? জুহি চাওলা কে হন বর-কনের? কোন তরফের তিনি

Kiara Sidharth Wedding: বরের ঘরের মাসি, কনের ঘরের পিসি নাকি? জুহি চাওলা কে হন বর-কনের? কোন তরফের তিনি

জুহি চাওলা কে হন বর-কনের?

Juhi Chawla on Kiara Sidharth Wedding: বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথিদের মধ্যে একেবারে প্রথমেই রয়েছেন জুহি চাওলা। বর-কনের কে হন তিনি?

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে বলিউডের বহু তাবড় সেলিব্রিটিরাই উপস্থিত হবেন বলে শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু তার পরেও শোনা গিয়েছে, অনেকেই আসতে পারেন। যদি বিয়ের মূল অনুষ্ঠানের ২ দিন আগেই এসে গিয়েছেন করণ জোহর, শাহিদ কাপুর আর মীরা রাজপুত। আর এক দিন আগে এসেছেন জুহি চাওলা। করণ আর শাহিদের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠতার কথা সকলেই জানেন। কিন্তু জুহি? কে তিনি? তাঁর সঙ্গে কেমন সম্পর্ক বর-কনের?

মাস খানেক আগেই করণ জোহরের চ্যাট শোয়ে আভাস দেওয়া হয়েছিল কিয়ারা আর সিদ্ধার্থের বিয়ের। সেই বিয়েতে  যে করণ এবং শাহিদ অতিথি হতে চলেছেন, সে সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত ছিল। তাই রাজস্থানের জয়সলমেরে তাঁরা যখন হাজির হলেন, তখন বিশেষ কেউ অবাক হননি। কিন্তু জুহির সঙ্গে বর-কনের সম্পর্কের কথা অনেকেরই অজানা।

আসলে সিদ্ধার্থর পরিবারের সঙ্গে জুহির সেভাবে কোনও সম্পর্ক নেই। সম্পর্ক আছে কিয়ারার পরিবারের সঙ্গে। এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, তাঁর পরিবারের সঙ্গে বহু বলিউড তারকারই যোগাযোগ রয়েছে। কিয়ারার মায়ের সঙ্গে সলমন খানের বন্ধুত্বের কথা অনেকেই জানেন। ঠিক সেভাবেই কিয়ারার বাবার বাল্যবন্ধু জুহি চাওলা। আর জুহিই যে বলিউডের সঙ্গে বলিউডের সঙ্গে পরিচয় করান, সেকথাও বলেছেন কিয়ারা। 

কিয়ারা জানিয়েছিলেন, বলিউডের অনেকের সঙ্গেই তাঁর বাব-মায়ের দীর্ঘ দিনের বন্ধুত্ব। যদিও তাঁদের বেশির ভাগকেই তিনি চেনেন না। চেনেন শুধু জুহি চাওলাকেই। আর সেই সূত্রেই কনের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। আর তাই তিনি নিমন্ত্রিত এই বিয়েতে। 

বন্ধ করুন