বাংলা নিউজ > বায়োস্কোপ > Katrina-Vicky: 'বাড়িতে পানশালা চাই!' ক্যাটরিনার এমন আবদারে ভিকি বললেন…

Katrina-Vicky: 'বাড়িতে পানশালা চাই!' ক্যাটরিনার এমন আবদারে ভিকি বললেন…

ভিকি-ক্যাটরিনা

সোশ্যাল মিডিয়ায় ভিকি কৌশলের এই কথাবার্তা উঠে আসলে নেটপাড়ার অনেকেই এর প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ প্রশ্ন করেছেন ‘স্ত্রীকে ম্যাডাম কেন বলছেন?’ কেউ লিখেছেন, ‘কিউট, উনি একটু দামি জিনিস পছন্দ করেন, ভিকি এবার থেকে এতে অভ্যস্ত হয়ে যান।’ কারোর কথায়, 'ভিকি দেখছি রসিক মানুষ'। 

সম্প্রতি ‘যাঁরা হটকে যাঁরা বাঁচকে’ প্রচারে ব্যস্ত ভিকি কৌশল। স্বামী-স্ত্রীর প্রেম-ঝগড়া নিয়ে তৈরি এই ছবির প্রেক্ষাপট। ছবির প্রচারে বের হয়েই নিজের স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে নানান কথা ফাঁস করেছেন ভিকি। আর স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে এবার ভিকি যা বলেছেন, সেটাই এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু কী এমন বলেছেন ভিকি?

ভিকির কথায়, বাড়িতে আসবাব কেনার সময়, তিনি সবসময়ই স্ত্রী ক্যাটরিনার সঙ্গে আলোচনা করেন। আর তাতেই ক্যাটরিনা নাকি বাড়িতে পানশালা খোলার দাবি করে বসেছেন। আর ভিকির মুখে এমন কথা শুনে হতবাক বহু অনুরাগী।

ভিকি বলেন, ‘বাড়িতে আসবাব কেনার সময় আমাদের মধ্যে বিস্তর আলোচনা হয়। এখন ম্যাডাম আমাদের বাড়িতে একটা বার কিনতে চান। আর সেজন্য উনি যে ফার্নিচারের কথা আমায় বলেছেন, তার দাম দেখে আমি বললাম, এর থেকে ভালো আমিই পানীয় পরিবেশন করব। কিন্তু এই আসবাবপত্র কখনই আমাদের বাড়িতে আসবে না। এটা খুবই ব্যয়বহুল। আমি যখন একটা ছবির জন্য সই করি, তখন এই টাকাই পাই। তাই এই আসবাব কিনলে আমার নেশাই হবে না।’

আরও পড়ুন-বেমালুম স্ত্রীর বয়সই ভুলে গেলেন শাহরুখ! তারকা স্বামীকে ধমক গৌরীর, করলে সংশোধন…

আরও পড়ুন-পরনে সাদা স্লিট গাউন, কানের রেড কার্পেটে ডেবিউ করলেন এশা গুপ্তা

সোশ্যাল মিডিয়ায় ভিকি কৌশলের এই কথাবার্তা উঠে আসলে নেটপাড়ার অনেকেই এর প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ প্রশ্ন করেছেন ‘স্ত্রীকে ম্যাডাম কেন বলছেন?’ কেউ লিখেছেন, ‘কিউট, উনি একটু দামি জিনিস পছন্দ করেন, ভিকি এবার থেকে এতে অভ্যস্ত হয়ে যান।’ কারোর কথায়, 'ভিকি দেখছি রসিক মানুষ'। কেউ বলেছেন, 'ভিকি বেশি টাকা খরচ করতে পছন্দ করেন না, উনি মধ্যবিত্ত জীবনেই বিশ্বাসী।'

২০২১-এর ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর প্রায় দেড় বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তাঁরা। সুখেই কাটছে তাঁদের সংসার। ভিকি ও সারা আলি খানের ছবি মুক্তি পাবে আগামী ২ জুন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন